বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

সুপার কাপের পরই
ছাঁটাই কনস্টানটাইন

 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মোহন বাগান আইএসএল জিতেছে, ইস্ট বেঙ্গল কেন পারছে না? ফুটবলমহলে এটাই এখন প্রধান প্রশ্ন। আগামী মরশুমের পরিকল্পনা নিয়ে বৃহস্পতিবার ইমামি হাউসে ইনভেস্টরের সঙ্গে বোর্ড মিটিংয়ে বসেছিলেন লাল-হলুদ কর্মকর্তারা। দীর্ঘ দু’ঘণ্টা আলোচনার শেষে আদিত্য আগরওয়াল জানিয়ে দিলেন, সুপার কাপের পর ছাঁটাই করা হচ্ছে কোচ স্টিফেন কনস্টানটাইনকে। পাশাপাশি আগামী মরশুমে শক্তিশালী দল গড়ার প্রতিশ্রুতিও দিলেন তিনি। তবে তা কতটা ফলপ্রসূ হবে তা বলা মুশকিল। 
এদিন দুপুর থেকেই ইমামি হাউসে বিক্ষোভ দেখান জনা পঞ্চাশ লাল-হলুদ সমর্থক। তাঁদের দাবি, চিরপ্রতিদ্বন্দ্বী মোহন বাগানের মতো খরচ করে যেন শক্তিশালী টিম গড়া হয়। এদিন বোর্ড মিটিংয়েও লগ্নিকারী সংস্থার কাছে সমর্থকদের চিন্তার কথা তুলে ধরেন লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার। এছাড়া ছিলেন ক্লাব সভাপতি প্রণব দাশগুপ্তও। মিটিংয়ের পর ইমামির কর্তাদের পাশে দাঁড়িয়ে দেবব্রত সরকার বলেন, ‘ইতিবাচক আলোচনা  হয়েছে। ক্লাবের ফল খারাপ হলে লগ্নিকারী সংস্থারও বদনাম। ভালো মানের প্লেয়ার নিয়ে আগামী মরশুমে শক্তিশালী দল ঘোষণা করাই প্রধান লক্ষ্য। সমর্থকদের অন্তহীন আবেগের মূল্য দিতে হবে।’ আদিত্য আগরওয়ালের কথায়, ‘ভালো দল গড়ার জন্য টাকা অবশ্যই দরকার। তবে তা কখনওই সাফল্যের মানদণ্ড হতে পারে না। তাহলে তো মোহন বাগান প্রতি বছরই চ্যাম্পিয়ন হতো। গত বছর আমরা সেভাবে টিম গড়ার সুযোগ পাইনি। আগামী মরশুমে সেই খামতি মেটানোর চেষ্টা করব।’
সামনেই সুপার কাপ। তার আগে স্টিফেন কনস্টানটাইনের ভাগ্য ঠিক করে ফেলা কি যুক্তিযুক্ত? ইস্ট বেঙ্গলের লগ্নিকারী সংস্থার এক কর্তার বিশ্লেষণ, ‘জানি, এই সিদ্ধান্ত পারফরম্যান্সে প্রভাব ফেলবে। তবে সত্যিটা তো আর লুকিয়ে রাখতে পারি না। নতুন কোচ হিসেবে দুই-তিন জনের নাম রয়েছে। চূড়ান্ত হলেই জানাতে পারব।’ সূত্রের খবর, ইমামি কর্তাদের পছন্দ জোসেফ গোম্বাউ। তবে ক্লাব চাইছে, আন্তোনিও হাবাসকে। এদিকে, আগামী শনিবার লাল-হলুদ তাঁবুতে ইনভেস্টরের সঙ্গে আরও একবার আলোচনায় বসবেন লাল-হলুদ কর্তারা। পাশাপাশি প্লেয়ার-ড্রাফটিং নিয়ে আইএসএল কর্তৃপক্ষকে চিঠিও দিতে চলেছে ইস্ট বেঙ্গল।

24th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ