বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বিশ্বকাপের জন্য এখনও প্রস্তুত
নয় ভারতীয় দল, মন্তব্য সানির

 

চেন্নাই: ওয়ান ডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারে বেজায় ক্ষুব্ধ প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাসকর। এই ব্যর্থতার জন্য ঘুরিয়ে আইপিএলকেই দায়ী করেছেন তিনি। সানির কথায়, ‘অপেক্ষা আর কয়েকটা দিন। তার পর শুরু হবে ক্রোড়পতি লিগ। সব কিছু দেখে মনে হচ্ছে, এখন থেকেই আইপিএল উৎসবে ঢুকে পড়েছে ভারতীয় ক্রিকেটাররা। এটা খুবই খারাপ। ফ্র্যাঞ্চাইজি লিগের কারণে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হলে তা ক্ষমার অযোগ্য। আশা করব, আইপিএল খেলার সময় রোহিতদের যেন এই হারের কথা মনে থাকে। আইপিএল তো বিনোদনমূলক ক্রিকেট, যার আবেশে সব ব্যর্থতা ঢাকা পড়ে যায়। এই সিরিজে অস্ট্রেলিয়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আসন্ন ওয়ান ডে বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়া এখনও প্রস্তুত নয়। বছর শেষে দেশের মাটিতেই বসবে আইসিসি’র মেগা আসর। বহু প্রত্যাশা রয়েছে রোহিত, বিরাটদের ঘিরে। ওদের মনে রাখতে হবে, আইপিএলের চেয়েও অনেক বড় চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। ওই সব আসরে সেরা পারফরম্যান্স মেলে ধরতে পারলে হাসি ফুটবে কোটি কোটি দেশবাসীর মুখে। বিশ্বকাপের গ্রুপ পর্বে হয়তো মুখোমুখি হবে না ভারত-অস্ট্রেলিয়া, তবে নক-আউটে স্মিথদের বিরুদ্ধে খেলতে হতে পারে। তখন একই ভুল করলে চলবে না।’
চেন্নাইয়ে সিরিজের নির্ণায়ক ম্যাচে ২৭০ রান তাড়া করতে নেমে ভারতের লড়াই থামে ২৪৮-এ। একটা সময় বেশ ভালো জায়গায় ছিল টিম ইন্ডিয়া। কিন্তু পর পর উইকেট পতনে ম্যাচে জাঁকিয়ে বসে অস্ট্রেলিয়া। ভারতীয় ব্যাটসম্যানদের শট চয়ন দেখে বেশ হতাশ গাভাসকর। তিনি বলেছেন, ‘শুধু ব্যাটিং, বোলিং নয়, ভালো ফিল্ডিংও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। সেটা চিপকে দেখিয়ে দিল অস্ট্রেলিয়া। স্মিথের দুর্দান্ত ফিল্ড প্লেসিংয়ের কারণে ভারতীয় ব্যাটসম্যানরা খুব সহজে সিঙ্গলস বা ডাবলস নিতে পারছিল না। তাই তুলে মারতে গিয়েই বিপদ ডেকে আনল। এই ধরনের টার্গেট চেজ করতে হলে দরকার বড় পার্টনারশিপ। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে সেই তাগিদও লক্ষ্য করা যায়নি।’
একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলেননি রোহিত শর্মা। শ্যালকের বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন তিনি। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তের সমালোচনা করে সানি বলেছেন, ‘পারিবারিক কারণে কেউ ছুটি নিতেই পারে। তবে একটা সিরিজের প্রথম ম্যাচে একজন দলকে নেতৃত্ব দিল, আর বাকি দুটো ম্যাচে অন্যজন— এটা একেবারেই বেমানান। অন্য ক্রিকেটাররা ছুটি নিলে ব্যাপারটা তেমন গুরুত্ব পেত না। কিন্তু মাথায় রাখতে হবে, রোহিত অধিনায়ক।’

24th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ