বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বক্সিং ফাইনালে নিখাত, লাভলিনারা

নয়াদিল্লি: বিশ্ব খেতাব রক্ষার দোরগোড়ায় নিখাত জারিন। তিনি ছাড়াও বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে সোনার স্বপ্ন জাগিয়েছেন নীতু ঘাংঘাস, লাভলিনা বড়গোঁহাই ও সুইটি বোরা। কেডি যাদব স্টেডিয়ামে বৃহস্পতিবার বিধ্বংসী মেজাজে মহিলাদের ফাইনালে পৌঁছলেন নিখাত। ৫০ কেজি বিভাগে তিনি ৫-০ পয়েন্টে উড়িয়ে দিয়েছেন রিও ওলিম্পিকসে ব্রোঞ্জ জয়ী ইনগ্রিৎ ভ্যালেন্সিয়াকে। গতবারের চ্যাম্পিয়ন নিখাতের গতি ও কৌশলের সামনে দাঁড়াতেই পারেননি কলম্বিয়ান বক্সার। একই দিনে ফাইনালে উঠেছেন টোকিও ওলিম্পিকসে পদক জয়ী লাভলিনা বড়গোঁহাই। ৭৫ কেজি বিভাগে তিনি ৪-১ ব্যবধানে হারিয়েছেন চীনের লি কিয়ানকে। বাউটের শুরু থেকেই রিংয়ে আধিপত্য দেখান দুরন্ত ফর্মে থাকা লাভলিনা। 
অন্যদিকে, ৪৮ কেজি বিভাগে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নীতু ঘাংঘাস ৫-২ পয়েন্টে জিতেছেন কাজাখস্তানের আলুয়া বালকিবেকোভার বিরুদ্ধে। সেমি-ফাইনালে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েও দুরন্ত প্রত্যাবর্তন করেন নীতু। অপর বাউটে সুইটি বোরা ৮১ কেজি বিভাগের সেমি-ফাইনালে হারিয়েছেন অস্ট্রেলিয়ার সিউ-এমা গ্রিনট্রিকে। ভারতীয় বক্সারের পক্ষে ম্যাচের ফল ৪-৩।

24th     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ