বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

বাগানের প্রস্তুতি শুরু ২ এপ্রিল

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দিন দশেকের ছুটি কাটিয়ে মোহন বাগানের বিদেশি ফুটবলাররা কলকাতায় সমবেত হচ্ছেন ১ এপ্রিল। পরদিন সুপার কাপের প্রস্তুতি শুরু করবেন হুগো বোমাস-বিশাল কেইথরা। ততদিনে ইম্ফলে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলে কলকাতায় ফিরে আসবেন মনবীর সিং-প্রীতম কোটালরা। তবে দিমিত্রি-হামিলরা বাড়ি গেলেও কলকাতায় রয়েছেন জনি কাউকো ও তিরি। তাঁরা এখন রিহ্যাবে ব্যস্ত। চলতি মরশুমে তাঁদের খেলার কোনও সম্ভাবনা নেই। তবে নতুন মরশুমে তাঁদের রাখা হবে কি না তা নির্ভর করছেন ফিজিওর রিপোর্টের উপর। জানা গিয়েছে, জনি কাউকোকে বিশেষভাবে রাখতে উৎসাহী টিম ম্যানেজমেন্ট। নতুন মরশুমে একজন বক্স স্ট্রাইকার নিতে মরিয়া মোহন বাগান। সবুজ-মেরুন কর্তাদের র‌্যাডারে প্রবলভাবেই আছেন ওডিশা এফসির ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডিয়েগো মরিসিও। 
এদিকে, শুক্রবার বিকেলে মোহন বাগান তাঁবুতে পিকে ব্যানার্জির নামাঙ্কিত নতুন জিমনাসিয়ামের উদ্বোধন হবে। পিকে’র পরিবারের সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন সুব্রত ভট্টাচার্য, প্রদীপ চৌধুরি, শ্যাম থাপা, ব্যারেটো প্রমুখ।

23rd     March,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ