খেলা

প্লেয়ারদের দুষলেন ফেরান্দো

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্লে-অফের যোগ্যতা অর্জনের দৌড়ে বড়সড় ধাক্কা খেল এটিকে মোহন বাগান। দুই ‘বাতিল’ ঘোড়া জাভি হার্নান্ডেজ ও রয় কৃষ্ণার গোলে আইএসএলে বেঙ্গালুরু এফসি’র কাছে প্রথম হারের স্বাদ পেতে হল সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার আরও একবার দক্ষ স্কোরারের অভাব টের পেল গঙ্গাপাড়ের ক্লাবটি। ছিল না কোচের বিকল্প পরিকল্পনা। হুয়ান ফেরান্দো অবশ্য ভাঙবেন কিন্তু মচকাবেন না। তাঁর কথায়, ‘ম্যাচের শুরুটা ভালো করেও মাঝপথে খেই হারিয়ে ফেলছে ফুটবলাররা। আত্মবিশ্বাসের অভাব সুস্পষ্ট। রেফারির বেশ কিছু সিদ্ধান্তে ছেলেরা ফোকাস হারিয়ে ফেলে। বিরতিতে এই নিয়ে ওদের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কোনও লাভ হয়নি। বরং ৬০ মিনিটের পর রীতিমতো ভয়ে কাঁপতে থাকে ফুটবলাররা। জানি না, কীসের ভয়! হয়তো ম্যাচ হারার আশঙ্কা ক্রমশ গ্রাস করতে থাকে। এর জন্য কাউকে নির্দিষ্টভাবে দায়ী করা ঠিক হবে না। গোটা দলের খেলায় আমি হতাশ। প্রতিপক্ষ পরিকল্পনামাফিক ফুটবল খেলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল।’
চলতি মরশুমের শুরুতেই রয় কৃষ্ণাকে ছেড়ে দিয়েছিল মোহন বাগান। মূলত কোচ হুয়ান ফেরান্দোর কথাতেই টিম ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নেয়। অথচ লিগে প্রায় প্রতিই ম্যাচে একজন বক্স স্ট্রাইকারের অভাবে ভুগছে সবুজ-মেরুন ব্রিগেড। ফেরান্দো অবশ্য রয়েছেন নিজের জগতেই। তাঁর সাফ জবাব, ‘রয় যদি লিগে ১৬ ম্যাচে ২৫ গোল করত, তাহলে আমার কিছু বলার থাকত না। মরশুমে সে তিনটে মাত্র গোল করেছে। তাও শেষটা আমাদের ভুলে। তাই এই নিয়ে বেশি কথা বলার প্রয়োজন নেই। দল খারাপ খেলে হেরেছে। এটা মেনে নিয়েই এগিয়ে চলতে হবে।’
রবিবার কার্ড সমস্যায় দলে ছিলেন না হুগো বোমাস ও আশিক কুরুনিয়ান। তাঁদের অনুপস্থিতিতে আপফ্রন্টে ভরসা জোগাতে ব্যর্থ গালেগো, লিস্টনরা। বিশেষত দুই উইং থেকে কোনও আক্রমণই তুলে আনতে পারেনি মোহন বাগান। ফলে প্রশ্ন উঠছে, দল পিছিয়ে পড়ার পর কোচের প্ল্যান-বি কেন দেখা গেল না? খেলা শেষের মাত্র ৫ মিনিট আগে দুই তরুণ ফুটবলার কিয়ান ও ফারদিনকে পরিবর্ত হিসেবে মাঠে নামালেন তিনি। অথচ ছন্দে না থাকা লিস্টনকে পুরো ৯০ মিনিট বয়ে বেড়ালেন!
আগামী বৃহস্পতিবার অ্যাওয়ে ম্যাচে লিগ টেবিলে ১০ নম্বরে থাকা জামশেদপুর এফসি’র মুখোমুখি হবে এটিকে মোহন বাগান। আপাতত সেই ম্যাচে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ফেরান্দো ব্রিগেডের। দলের পারফরম্যান্সের গ্রাফ ক্রমশ নামছে। নক-আউট পর্বে আদৌ কতটা সেরাটা মেলে ধরতে পারবেন দিমিত্রি-ম্যাকহাগরা, তা নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠছে। 
17Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা