খেলা

ওয়ার্নার দিল্লির অধিনায়ক: সৌরভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আসন্ন আইপিএলে খেলতে পারবেন না ঋষভ পন্থ। কারণ, গাড়ি দুর্ঘটনার পর সুস্থ হয়ে উঠতে তাঁর অনেকদিন সময় লাগবে। তাই তাঁর অনুপস্থিতিতে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের ব্যাটন কার হাতে উঠবে, তা নিয়ে জোর চর্চা চলছিল ক্রিকেট মহলে। তবে রবিবার সব জল্পনা-কল্পনার অবসান ঘটালেন দিল্লি ক্যাপিটালসের মেন্টর সৌরভ গাঙ্গুলি।  তিনি জানিয়েছেন, আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালসকে নেতৃত্ব দেবেন ডেভিড ওয়ার্নার।
সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে দু’দিনের ক্যাম্পের আয়োজন করেছে দিল্লি ক্যাপিটালস। রবিবার প্রথম দিনে সাতসকালেই সেখানে হাজির হয়েছিলেন সৌরভ। তাঁর তত্ত্বাবধানেই চলল অনুশীলন। সেখানে ক্রিকেটারদের ভুলত্রুটি ধরিয়ে দেওয়ার পাশাপাশি মূল্যবান পরামর্শ দিতে দেখা গেল প্রাক্তন ভারত অধিনায়ককে। রনজি ট্রফির সেমি-ফাইনালে খেলছেন না, এমন ক্রিকেটাররাই হাজির ছিলেন এদিনের শিবিরে। যাঁরা ছিলেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সরফরাজ খান, কমলেশ নাগারকটি ও যশ ধুল। ছিলেন বাংলার মুকেশ কুমারও। তরুণ উইকেটরক্ষক অভিষেক পোড়েল আবার ট্রায়াল দিতে গিয়েছিলেন। সন্ধ্যায় দুই বঙ্গ ক্রিকেটারই অবশ্য রনজি ট্রফির শেষ চারের ম্যাচ খেলতে ইন্দোর উড়ে গিয়েছেন। মধ্যপ্রদেশের বিরুদ্ধে ম্যাচ শুরু বুধবার।
এদিকে, দিল্লির অধিনায়ক বদল প্রসঙ্গে সৌরভ বলেন, ‘ঋষভের না থাকাটা ক্যাপিটালসের জন্য বড় ক্ষতি। ও দ্রুত মাঠে ফিরে আসুক, এটাই চাইছি। তবে আমরা দিল্লির নতুন অধিনায়ক চূড়ান্ত করে ফেলেছি। ঋষভের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবে ওয়ার্নার। আইপিএলে আগেও অধিনায়কত্ব করেছে ও। চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতাও রয়েছে। আশা করি, ওয়ার্নার দিল্লিকেও কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবে।’
17Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা