বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা
 

পিএসজি’কে টানছেন লায়োনেল মেসি

প্যারিস: চোটের জেরে দলে ছিলেন না আপফ্রন্টের দুই নির্ভরযোগ্য ফুটবলার নেইমার ও কিলিয়ান এমবাপে। কোচ ক্রিস্টোফে গালিতিয়েরের মুশকিল আসান করছেন মেসি। শনিবার ফরাসি লিগে ঘরের মাঠ পার্ক প্রিন্সেসে তুলুজের বিরুদ্ধে পিছিয়ে পড়েও সহজেই জিতল পিএসজি। গোল করার পাশাপাশি দুরন্ত ফুটবল উপহার দিলেন আর্জেন্তাইন মহাতারকা। ম্যাচ শেষে মেসিকে প্রশংসায় ভরিয়ে দিলেন পিএসজি কোচ ক্রিস্টোফে গালতিয়ের। তিনি বলেন, ‘লিওকে সামনে রেখেই দল সাজিয়েছিলাম। ও মাঠে থাকলে অনেক সমস্যা সহজেই সমাধান হয়ে যায়। দলের বাকিদের বলেছিলাম মেসির জন্য খেলতে এবং ওকে ঘিরে যাবতীয় আক্রমণ গড়ে তুলতে। ছেলেরা সেই মতো পারফরম্যান্স মেলে ধরেছে।’
শনিবার ম্যাচে ২০ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। ফ্রি-কিক থেকে করা ব্র্যাঙ্কো ফন ডেন বুমেনের গোলে লিড নেয় তুলুজ। যদিও প্রথমার্ধেই সমতায় ফেরে প্যারিসের ক্লাবটি। ৩৮ মিনিটে দূরপাল্লার শটে গোল আশরাফ হাকিমির। বিরতির পর ৫৮ মিনিটে জয়সূচক গোলটি করেন মেসি। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে জাল কাঁপান আর্জেন্তাইন মহাতারকা। এই জয়ের সুবাদে পয়েন্ট তালিকার শীর্ষস্থান মজবুত করল পিএসজি। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৫৪ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা।
এদিকে, মেসি বন্দনা শোনা গেল সের্গিও র‌্যামেসের গলাতেও। দীর্ঘদিন তাঁরা ছিলেন চিরপ্রতিদ্বন্দ্বী। এল ক্লাসিকোয় বহু যুদ্ধে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। এই মুহূর্তে পিএসজির জার্সি গায়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছেন মেসি ও র‌্যামোস। বৈরিতা ভুলে এখন তাঁরা ভালো বন্ধু। সেই নিরিখেই লিও মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বেছে নিলেন তারকা স্প্যানিশ ডিফেন্ডারটি। তিনি বলেন, ‘অনেকগুলো বছর মেসির বিরুদ্ধে খেলেছি। ও বার্সেলোনাতে, আর আমি রিয়াল মাদ্রিদে। তখন বেশ সমস্যায় ফেলত লিও। এখন ওর পাশে খেলার সুবাদে খুব কাছ থেকে দেখছি। উপভোগ করছি প্রতিটা মুহূর্ত। সত্যি আমার মতে, মেসিই সেরা। ও অন্য ঘরানার ফুটবলার। কারও সঙ্গে ওর তুলনা চলে না।’

6th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
বিদেশ
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ