বিদেশ

ফের গাজায় ইজরায়েলের হামলা, হত অন্তত ১৭৮

জেরুজালেম: সপ্তাহব্যাপী যুদ্ধবিরতি শেষ! শুক্রবার থেকে ফের শুরু হয়েছে হামাস ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ। চুক্তিভঙ্গের অভিযোগ তুলে ফের গাজা ভূখণ্ডে হামলা শুরু করেছে নেতানিয়াহুর দেশ। শনিবার পর্যন্ত পাওয়া হিসেব অনুযায়ী, এই দু’দিনে কমপক্ষে ১৭৮ জন প্যালেস্তিনীয়র মৃত্যু হয়েছে। এমনিতেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল গাজার দক্ষিণাঞ্চল। নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় ফের উদ্বেগ ছড়িয়েছে ওই অঞ্চলে। ইজরায়েলের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এবার যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে। তাই গাজা স্ট্রিপ নিয়ে চিন্তায় আন্তর্জাতিক মহল। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, হামাস গোষ্ঠীকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তাঁরা থামবেন না। এই ইস্যুতে চিন্তিত মার্কিন বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কন। তিনি বলেছেন, ‘বিষয়টি খুবই উদ্বেগের।’  
হামাস শর্ত লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ইজরায়েল। তাদের দাবি, যুদ্ধ বিরতির মাঝেই রকেট হামলা চালিয়েছে এই প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন। শনিবার গাজার দক্ষিণে খান ইউনিস এলাকায় হামলা চালায় ইজরায়েল। তার আগে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র চলে যাওয়ার জন্য লিফলেট বিলি করা হয়। তবে এত সতর্কবার্তার পরও বিপুল সংখ্যক মানুষ গাজা স্ট্রিপ ছেড়ে যাননি। এমনটাই জানিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। তাদের তরফে আরও জানানো হয়েছে, সাধারণ মানুষের যাওয়ার জন্য কোনও নিরাপদ জায়গা নির্দিষ্ট করা হয়নি। তার জেরে প্রবল সমস্যার মুখে পড়ছেন তাঁরা। যদিও সাধারণ মানুষের সুবিধার্থে ও প্রাণরক্ষার জন্য একটি মানচিত্র প্রকাশ করেছে ইজরায়েল। সেখানে দেখানো হয়েছে কোন এলাকায় গেলে, তাঁরা সুরক্ষিত থাকতে পারবেন। যদিও এই মানচিত্র নিয়ে মোটেই খুশি নন মানুষ। গাজায় বসবাসকারী ইমাদ হাজার বলেছেন, ‘বিদ্যুৎ ও টেলি কমিউনিকেশনের সাহায্য ছাড়া ম্যাপের সাহায্য কীভাবে নেব? গাজার উত্তরাঞ্চল থেকে পালিয়ে খান ইউনিসে এসেছিলাম। এখন এই জায়গা ছেড়ে অন্যত্র চলে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা কি যাযাবর!’ 
7Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক অশান্তির অবসানে গৃহ সুখ ও শান্তি বাড়বে। প্রেমের ক্ষেত্রে শুভ। কর্মে উন্নতি। উপার্জন বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৬ টাকা৮৪.৩৫ টাকা
পাউন্ড১০৬.৪৬ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৯.৭৬ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা