বিদেশ

আস্থাভোটে জয়ী ওলি, প্রধানমন্ত্রী বদল হবে দু’বছরে

কাঠমান্ডু: রবিবার নেপালে আস্থাভোটে জয়ী হলেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি। পার্লামেন্টে তাঁর পক্ষে পড়ে ১৮৮টি ভোট। বিরুদ্ধে ভোট দিয়েছেন ৭৪ জন সদস্য। ২৬৩ জন সদস্যের মধ্যে একজন ভোটদানে বিরত ছিলেন। আস্থা ভোটে জয়ের পর এদিন ওলি বলেন, ‘দেশে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে নেপালি কংগ্রেস ও সিপিএন-ইউএমএল হাত মিলিয়েছে। দুর্নীতি দমনই সরকারের লক্ষ্য। তিনি বলেন,‘কেউ দুর্নীতি করলে কোনওভাবেই বরদাস্ত করা হবে না।’ জানা গিয়েছে, নেপালি কংগ্রেসের সঙ্গে সমঝোতা অনুযায়ী,  দু’বছর প্রধানমন্ত্রীর কুর্সিতে থাকবেন ওলি। তারপর প্রধানমন্ত্রী হবেন নেপালি কংগ্রেসের শের বাহাদুর দেউবা। শরিক দলের সঙ্গে এই সমঝোতার কথা এদিন নিজেই জানিয়েছেন ওলি।  দু’দলের মধ্যে রফাসূত্র নিয়ে কয়েকদিন ধরেই জোর জল্পনা চলছিল। এদিন বিষয়টি ওলি প্রকাশ্যে আনলেন। তিনি বলেছেন,  ওই রফা অনুসারে আগামী দু’বছর তিনি সরকারে নেতৃত্ব দেবেন। আর বাকি দেড় বছর প্রধানমন্ত্রী হবেন দেউবা।  জানা গিয়েছে, এই সমঝোতা নিয়ে প্রথম থেকেই আপত্তি ছিল ওলির দলের  দলের অনেক নেতারই। যা ঘিরে তাঁর শপথের দিনও সমস্যায় পড়েছিল দল। এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপাও সমঝোতা জনসমক্ষে নিয়ে আসার অনুরোধ করেছিলেন। 
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল (প্রচণ্ড)-এর সিপিএন-এমসি এখন প্রধান বিরোধী । তাদের সঙ্গে আরও দু’টি দল (আরএসপি, সিপিএন-ইউএস) ওলির বিরুদ্ধে ভোট দিয়েছে। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা