বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

বিশ্বের বৃহত্তম প্রাসাদে আজ মোদিকে অভ্যর্থনা জানাবেন ব্রুনেইয়ের সুলতান বলকিয়া

বন্দর সেরি বেগাওয়ান: দ্বিপাক্ষিক আলোচনায় এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী মঙ্গলবার ব্রুনেই সফরে গেলেন। ব্রুনেই থাকাকালীন সেখানকার সুলতান হাজি হাসানাল বলকিয়া সহ রাজ পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে দেখা করবেন মোদি। এদিন ভারতীয় প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে স্বাগত জানান যুবরাজ হাজি আল-মুহতাদি বিল্লা। এবিষয় এক্স হ্যান্ডলে মোদি লেখেন, ‘ব্রুনেইয়ের দারুস সালামে পৌঁছেছি। আশা করি এই সফরের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত হবে।’ বুধবার ব্রুনেই সফর সেরে সিঙ্গাপুরে যাবেন মোদি। ২০১৩ সালে ১১তম এশিয়ান-ইন্ডিয়া সামিটে ব্রুনেই গিয়েছিলেন মোদি।
ইতিহাস বলছে, প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের পর ব্রুনেইর সুলতান সবথেকে বেশি সময় ধরে রাজত্ব করছেন। বিপুল পরিমাণ অর্থের মালিক বলকিয়া। তাঁর বিলাসবহুল জীবনধারা তাক লাগানোর মতো। ব্রুনেইয়ের সুলতানের গ্যারাজে রয়েছে সাত হাজারের বেশি বিলাসবহুল গাড়ি। এর মধ্যে রয়েছে ৬০০ রোলস রয়েস। এর মধ্যে একটি আবার সোনায় মোড়া। ৪৫০টি ফেরারি, ৩৮০টি বেন্টলে। এছাড়া রয়েছে, পোরসে, মেব্যাক, ল্যাম্বরগিনি, বিএমডব্লু, জাগুয়ারের মতো গাড়িও। শুদু গাড়িই নয়, তাঁর প্রাসাদোপম বাসভবন বিশ্বের বৃহত্তম। ২০ লক্ষ বর্গ ফুট এলাকার ওই প্রাসাদ আবার সোনায় মোড়া। পাঁচটি সুইমিং পুল, ১ হাজার ৭০০ বেড রুম, ২৫৭টি বাথরুম ও ১১০টি গ্যারাজ। তাঁর নিজস্ব চিড়িয়াখানায় রয়েছে ৩০টি রয়্যাল বেঙ্গল টাইগার। ব্যক্তিগত বিমান সংগ্রহের লড়াইয়ে পৃথিবীর যে কোনও প্রতাপশালী ব্যক্তিকে টক্কর দিতে পারেন ব্রুনেইয়ের বর্তমান সুলতান। বলিকয়ার হ্যাঙ্গারে রয়েছে একটি বোয়িং ৭৪৭-৪০০, বোয়িং ৭৬৭-২০০ এবং এয়ারবাস এ৩৪০-২০০। সুলতানের বোয়িং ৭৪৭-৪০০ বিমানটি ‘উড়ন্ত প্রাসাদ’ হিসেবে বিশেষ পরিচিত। ভিতরে রয়েছে সোনা এবং ক্রিস্টালের কারুকার্য। বিলাসবহুল এই বিমানটির আনুমানিক মূল্য ৪০ কোটি টাকা। বলকিয়ার দৈনন্দিন জীবনযাপনের খরচ শুনলে চোখ কপালে উঠবে। জানা গিয়েছে, একবার চুল কাটতে প্রায় ১৭ লক্ষ টাকা খরচ করেন তিনি।  
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা