বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

এফটিএ এখনও আগের মতোই সজীব মন্তব্য লন্ডন কর্পোরেশনের পলিসি চেয়ারম্যানের

রূপাঞ্জনা দত্ত, লন্ডন: মৃত্যুঘণ্টা বাজেনি। ফরেন ট্রেড এগ্রিমেন্ট এখনও আগের মতোই সজীব। ভারত-ব্রিটেন সহযোগিতার অংশ হিসেবে তার মোদ্দা উদ্দেশ্য পরিষেবা ও দক্ষতা বৃদ্ধি চেষ্টা। বুধবার এই মন্তব্য করলেন সিটি অব লন্ডন কর্পোরেশনের পলিসি চেয়ারম্যান ক্রিস হেওয়ার্ড। এদিন সকালে সিটি অব লন্ডনের গিল্ড হলে আয়োজিত এক অনুষ্ঠানে নীতি আয়োগ ও সিটি অব লন্ডন কর্পোরেশনের মধ্যে ভারত-ব্রিটেন ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্সিং ব্রিজ (ইউকেআইআইএফবি) নামে একটি কর্মসূচির সূচনা হয়। এই কর্মসূচির লক্ষ্য দুই দেশের মধ্যে আর্থিক ও পেশাদারি পরিষেবা ক্ষেত্রে সহযোগিতা আরও শক্তিশালী করে তোলা। সেই অনুষ্ঠানেই ফরেন ট্রেড এগ্রিমেন্ট নিয়ে এই মন্তব্য করেন হেওয়ার্ড।
ব্রিটেনে টোরি সরকার ক্ষমতায় থাকাকালীন দুই দেশের মধ্যে ফরেন ট্রেড এগ্রিমেন্ট স্বাক্ষরের লক্ষ্যে আলোচনার পর্ব শুরু হয়েছিল। কিন্তু আলোচনা শেষের সময়সীমা বারবার পরিবর্ধিত হয়। পঞ্চদশ রাউন্ডের আলোচনার পর এবিষয়ে কথাবার্তার প্রক্রিয়া কার্যত থমকে যায়। ব্রিটেনে নির্বাচন ও ভারতে লোকসভা ভোটের প্রেক্ষিতে বিষয়টির নড়াচড়া বন্ধই হয়ে যায়। জল্পনা ছড়ায়, বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে ঐক্যমত তৈরি না হওয়ায় আদতে এই সম্ভাব্য চুক্তির মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে। ভারত-ব্রিটেন এফটিএ চূড়ান্ত করার বিষয়টি লেবার পার্টি তাদের ইস্তেহারে রাখলেও চুক্তির বর্তমান খসড়া বা কোনও সম্ভাব্য নতুন খসড়ার কী হাল, তা নিয়ে কোনও উচ্চবাচ্যই ছিল না। বুধবার সকালে এফসিডিও ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ওসান ডিরেক্টরেটের বেন মেলর, ভারতীয় হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী, নীতি আয়োগের সিইও বি ভি আর সুব্রহ্মণ্যম ও সিটি অব লন্ডন কর্পোরেশনের পলিসি চেয়ারম্যান ক্রিস হেওয়ার্ডের উপস্থিতিতে আলোচনাচক্রে জোরের সঙ্গে উঠে এল, এফটিএ এখনও সমানভাবেই সজীব রয়েছে। ভারত ও ব্রিটেনের মধ্যে বিভিন্ন উদ্যোগ ও প্রকল্পের আলোচনার মধ্যেই তার অস্তিত্ব নিহীত রয়েছে। তারই অন্যতম উদ্যোগ হল ইউকেআইআইএফবি। পাশাপাশি এদিন ইউকেআইআইএফবি-র তরফে একটি স্টিয়ারিং কমিটিও ঘোষণা করা হয়েছে। হেওয়ার্ড বলেন, নতুন এই উৎসাহব্যঞ্জক সহযোগিতার পরিবেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা মুখিয়ে রয়েছি। নীতি আয়োগের সিইও সুব্রহ্মণ্যম বলেন, এই উদ্যোগ গেম চেঞ্জার হয়ে উঠবে। ভারতীয় হাই কমিশনার দোরাইস্বামী বলেন, আজ যে আর্থিক সেতুবন্ধন হল, তাতে আমরা উচ্ছ্বসিত। এফটিএ কেন এখনও সমান অগ্রাধিকারের জায়গা, সেকথা তুলে ধরেন বেন মেলর।
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা