বিদেশ

ইউক্রেনের সঙ্গে আলোচনায় ভারত, ব্রাজিল ও চীনের মধ্যস্থতা চান পুতিন

মস্কো: প্রায় আড়াই বছর হতে চলল। ইউক্রেনে রুশ সামরিক অভিযান অব্যাহত। সংঘাত চললেও  দু’পক্ষের আলোচনার কোনও দিশা দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে তৃতীয় কোনও পক্ষের মধ্যস্থতায় ইউক্রেনের সঙ্গে আলোচনার কথা বললেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ভোলোদমির জেলেনস্কির দেশের সঙ্গে আলোচনায় রাজি মস্কো। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে ভারত, চীন ও ব্রাজিল।  বৃহস্পতিবার ভ্লাদিভস্তকে ইস্টার্ন ইকনমিক ফোরামে প্রশ্নোত্তর পর্বে একথা বলেছেন পুতিন। 
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালায় ইউক্রেনে। তারপর থেকেই চলছে দু’পক্ষের রক্তক্ষয়ী সংগ্রাম। সম্প্রতি রাশিয়ার কুর্স্ক এলাকায় ইউক্রেন সেনার অনুপ্রবেশ করে। এই ঘটনার পর মস্কো প্রতিবেশী দেশের সঙ্গে কোনওরকম সমঝোতার পথে হাঁটতে রাজি হয়নি। এই আবহে পুতিনের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাশিয়ার দাবি, ২০২২ সালের বসন্তেই দুই প্রতিবেশী দেশ যুদ্ধবিরতির প্রস্তাবে প্রায় সম্মত হয়েছিল। কিন্তু, শেষপর্যন্ত ইস্তানবুলে শুরু হওয়া ওই উদ্যোগ সফল হয়নি। পুতিন নিজেই এদিন প্রশ্ন করেছেন, ‘আমরা কি ওদের (ইউক্রেন) সঙ্গে সমঝোতায় রাজি? কখনই আমরা এই বিষয়ে আপত্তি জানাইনি। তবে, ক্ষণস্থায়ী চুক্তিতে আমাদের আপত্তি রয়েছে। বরং, ইস্তানবুলে যে সব নথির ভিত্তিতে আমরা সম্মত হয়েছিলাম, তার ভিত্তিতে আলোচনায় রাশিয়া রাজি।’ এতদিনেও যুদ্ধবিরতি চুক্তি না হওয়ার জন্য পুতিন দোষ চাপিয়েছেন আমেরিকা ও ইউরোপের সংশ্লিষ্ট দেশগুলির উপরে। এবার তাই সমঝোতা সূত্রে পৌঁছনোর জন্য পুতিনের ভরসা ভারত, ব্রাজিল ও চীন। অক্টোবরে (২২ থেকে ২৪ অক্টোবর) রাশিয়ায় রয়েছে ব্রিকস সম্মেলন। রাশিয়া ও ভারত ছাড়াও এই গোষ্ঠীতে রয়েছে ব্রাজিল, চীন ও দক্ষিণ আফ্রিকা। ওয়াকিবহাল মহলের মতে, এই সম্মেলনেই হয়তো কোনও দিশা মিলতে পারে।
10d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা