বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ

কমলা হ্যারিসের প্রার্থীপদ প্রায় পাকা

ওয়াশিংটন: আমেরিকায় ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে আরও এক কদম এগলেন কমলা হ্যারিস। প্রার্থীপদ থেকে ইতিমধ্যেই সরে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। তাই ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসই এই পদে ডেমোক্র্যাটদের পয়লা পছন্দ। তবে এজন্য কম করে ১ হাজার ৯৭৬ জন দলীয় প্রতিনিধির সমর্থন প্রয়োজন। সংবাদ সংস্থা এপির দাবি, সেই সমর্থন হাসিল করে ফেলেছেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত মার্কিন ভাইস প্রেসিডেন্ট। এপির হিসেব, ২ হাজার ৬৬৮ জন প্রতিনিধির সমর্থন এখন রয়েছে কমলার ঝুলিতে। তাই কমলার ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার বিষয়টি কার্যত নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। সোমবার ডেলাওয়ারের উইলমিংটনে দলীয় কর্মীদের সঙ্গে মতামত বিনিময় করেন কমলা। তিনি কীভাবে মোকাবিলা করবেন ডোনাল্ড ট্রাম্পের? প্রত্যয়ী কমলা জানিয়েছেন, ‘ট্রাম্পের মতো লোকজনদের আমি ভালোমতো চিনি। ট্রাম্প দেশকে পিছনের দিকে ঠেলে দিতে চাইছেন। আমরা কিন্তু দেশের উজ্জ্বল ভবিষ্যতে বিশ্বাস রাখি। এমন এক দেশ, যেখানে সকল আমেরিকাবাসী সুখে শান্তিতে বসবাস করবেন।’ এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার ইস্যু বিতর্কের প্রক্ষিতে ইস্তফা দিলেন সিক্রেট সার্ভিসের ডিরেক্টর কিম্বারলি চিয়াটল।  
মার্কিন নিয়ম অনুযায়ী, কোনও দলের পক্ষ থেকে এলাকাভিত্তিক প্রতিনিধি নির্বাচিত হন। সেই প্রতিনিধিই দলীয় কনভেনশনে প্রেসিডেন্ট পদপ্রার্থী নির্বাচনে ভোট দেন। তবে বাইডেন সরে দাঁড়ানোর পরে কমলাকে কেউ চ্যালেঞ্জ জানাননি। তাই ৭ আগস্ট শিকাগোতে ডেমোক্র্যাট ন্যাশনাল কনভেনশনে কমলার প্রার্থীপদের বিষয়টি চূ‌ড়ান্ত হওয়া এখন সময়ের অপেক্ষা। সূত্রের খবর, ধ্বনিভোটে কমলার প্রার্থীপদে সিলমোহর দেবেন ডেমোক্র্যাট প্রতিনিধিরা। ডেমোক্র্যাটদের নিচুতলায় কমলার জনপ্রিয়তাও বেড়েছে বলে এপির সমীক্ষায় ধরা পড়েছে। এমনকি শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতারাও কমলাকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। এত কিছুর পরেও মার্কিন ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হয়ে ইতিহাস গড়তে পারবেন কমলা? ট্রাম্পের কাছে হেরে বিদায় নিয়েছিলেন হিলারি ক্লিন্টন। কিন্তু কমলা কি বাজিমাত করতে পারবেন? সোমবার রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী জে ডি ভান্স কমলাকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। ভান্স বলেন, ‘বাইডেন শুধু পলাতক নেতাই নন, আমেরিকার সবচেয়ে খারাপ প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস তাঁকে মনে রাখবে। কমলা হ্যারিস এর থেকেও কয়েকগুণ খারাপ। তিনিই বাইডেনের সকল ব্যর্থতার জন্য দায়ী।’ 
6Months ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা তাদের কাজের সাফল্যের জন্য সুনাম পেতে পারেন। সঙ্গীতাদি চারুকলার ক্ষেত্রে বিশেষ সম্মান লাভের যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৫৮ টাকা৮৮.৩২ টাকা
পাউন্ড১০৭.৪৬ টাকা১১১.২২ টাকা
ইউরো৮৯.২৯ টাকা৯২.৬৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা