বিদেশ

বাংলাদেশে হিংসা অব্যাহত, মৃত বেড়ে ১১৫

ঢাকা: সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে শনিবারও উত্তাল বাংলাদেশ। শুক্রবারই আন্দোলনকারীদের আলোচনায় বসার প্রস্তাব দিয়েছিল শেখ হাসিনা সরকার। সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তারা জানিয়েছে, ‘রক্ত মাড়িয়ে কোনও আলোচনা নয়।’ আন্দোলনকারীরা অনড় থাকায় হিংসা বন্ধের কোনও ইঙ্গিত মিলছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুক্রবারই দেশজুড়ে কার্ফু জারি করা হয়েছে। নেমেছে সেনাও। তারপরও সংঘর্ষে লাগাম টানা যায়নি। বেসরকারি সূত্রে খবর, মৃতের সংখ্যা বেড়ে ১১৫তে পৌঁছে গিয়েছে। এছাড়া, জখমের সংখ্যা অন্তত দেড় হাজার। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অগ্নিগর্ভ পরিস্থিতি মোকাবিলায় ‘দেখামাত্র গুলি’র নির্দেশও জারি করেছে পুলিস। সেই সঙ্গে গুজব ঠেকাতে গোটা দেশে অনির্দিষ্টকালের জন্য ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন ঢাকার রামপুরা, বাড্ডা, উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, মোহাম্মদপুর, শান্তিনগর, পল্টন সহ শহরের বিভিন্ন জায়গায় ব্যাপক হিংসার খবর মিলেছে। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আজ রবিবার ও আগামী কাল সোমবার বাংলাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সূত্রের খবর, শনিবার ঢাকার যাত্রাবাড়িতে পুলিসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা। তাতে চারজনের মৃত্যু হয়েছে। দুপুরে সাভারে আরও একজনের মৃত্যু হয়েছে। রামপুরা, বনশ্রী এলাকায় পুলিসকে কাঁদানে গ্যাস, রবার বুলেট ছুড়তে দেখা গিয়েছে। এরইমধ্যে পরিস্থিতি সামাল দিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে হাসিনা সরকার। অ্যাটর্নি জেনারেল আমিনুদ্দিন মানিক জানিয়েছেন, সংরক্ষণ নিয়ে হাইকোর্টের রায় আইনসম্মত নয়। তাই তা বাতিলের আর্জি জানানো হয়েছে। আজ রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি হওয়ার কথা। অশান্ত বাংলাদেশকে স্বাভাবিক করে তোলার লক্ষ্যে শীর্ষ আদালতের ভূমিকা কী হয়, সেটাই এখন দেখার।  ছবি: এএফপি
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মোন্নতি ও বিভাগীয় ক্ষেত্রে প্রশংসা লাভ। ব্যয় যোগ আছে। আত্মীয় সম্পর্কে বাধার যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা