দেশ

আমিষ টিফিন নেওয়ায় নার্সারির খুদের নাম কাটল উত্তরপ্রদেশের স্কুল

লখনউ, ৬ সেপ্টেম্বর: স্কুলে আমিষ টিফিন আনার ‘অপরাধ’-এ এক নার্সারি পড়ুয়াকে সাসপেন্ড করল উত্তরপ্রদেশের একটি বেসরকারি স্কুল। আর এর জন্য কোনও অনুতপ্ত ভাবও নেই স্কুল প্রিন্সিপালের। পড়ুয়ার মায়ের সঙ্গে ওই প্রিন্সিপালের বাক-বিতণ্ডার ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি বর্তমান।
ভাইরাল ভিডিও-তে দেখা যাচ্ছে, স্কুলের প্রিন্সিপাল বলেন, ‘যারা আমাদের মন্দির ভাঙবে এবং স্কুলে আমিষ খাবার নিয়ে আসবে, সেই ধরনের শিশুদের আমরা শিক্ষা দিতে চাই না।’ প্রিন্সিপালের অভিযোগ, নার্সারির ওই পড়ুয়া তাঁর সহপাঠীদেরকে মাংস খাওয়ার জন্য বলত এবং ধর্মান্তরিত করার বিষয়েও আলোচনা করত।
তবে ওই পড়ুয়ার মা বিষয়টিকে সরাসরি নাকচ করে জানান, তাঁর ছেলের বয়স ৭ বছর। এই বয়সের কোনও বাচ্চার পক্ষে এমন কিছু বলা সম্ভবই নয়। এর পাল্টা প্রিন্সিপালের বক্তব্য, বাচ্চাটি এসব বাড়িতেই তার মা-বাবার কাছ থেকে শেখে।
স্কুল থেকে সাসপেন্ড করার বিষয়ে প্রিন্সিপাল বলেন, অন্য পড়ুয়ার মা-বাবা আপত্তি করায় ওই ছাত্রের নাম রেজিস্টার থেকে বাদ দেওয়া হয়েছে। যদিও প্রিন্সিপালের এই দাবি মানতে চাননি পড়ুয়ার মা। উল্টে তাঁর অভিযোগ, স্কুলে অপর একটি পড়ুয়া তাঁর ছেলেকে প্রতিদিনই মারধর করে। স্কুলের মদতেই এসব হয় বলে দাবি করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও প্রসঙ্গে আমরোহার পুলিসের তরফে জানানো হয়েছে, তিন সদস্যের একটি দল ইতিমধ্যেই গঠন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
10d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা