দেশ

চম্পইকে সরিয়ে আদিবাসীদের অপমান করেছে কংগ্রেস-জেএমএম: প্রধানমন্ত্রী

জামশেদপুর: চম্পই সোরেনের সঙ্গে কংগ্রেস ও জেএমএম যে ব্যবহার করেছে, তা আদতে আদিবাসী সমাজকে অপমান। রবিবার জামশেদপুরের গোপাল ময়দানে একটি জনসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্নীতি ইস্যুতেও এই দুই দলকে কড়া ভাষায় আক্রমণ করেছেন তিনি। মোদির অভিযোগ, কংগ্রেস তাদের দলের কর্মীদের দুর্নীতির প্রশিক্ষণ দেয়। আর তাতে জেএমএমও শামিল হয়েছে। 
সম্প্রতি জেএমএম ছেড়ে পদ্ম শিবিরে নাম লিখিয়েছেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী চম্পই। অভিযোগ করেছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে অপমান করা হয়েছিল। এই ইস্যুকে সামনে রেখে এদিন জেএমএমকে নিশানা করেন  প্রধানমন্ত্রী। বলেন, ‘চম্পই সোরেন কি আদিবাসী নন? উনি কি গরিব পরিবার থেকে আসেননি? কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার কেড়ে নেওয়ার জন্য তাঁকে অপমান করা হল! যেভাবে মুখ্যমন্ত্রীর পদ থেকে চম্পইকে সরিয়ে দেওয়া হয়েছে, তাতে ঝাড়খণ্ডের দুঃস্থ ও আদিবাসীরা আঘাত পেয়েছেন।’
এর রেশ ধরে কংগ্রেসকে আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদি। বলেন, ‘দেশে একটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল রয়েছে, আর সেটা হল কংগ্রেস। একটা সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবার রয়েছে, আর তা হল কংগ্রেস পরিবার।’
অন্যদিকে, প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিয়েছে কংগ্রেস। রবিবার হাত শিবিরের তরফে প্রশ্ন তোলা হয়, জামশেদপুরের মানুষকে কেন 
অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য সমস্যায় পড়তে হয়? প্রধানমন্ত্রী আদিবাসীদের ধর্মীয় পরিচয় দিতে বঞ্চিত করছেন কেন এবং সারনা কোডকে স্বীকৃতি দিচ্ছেন না কেন, সেই প্রশ্নও তোলা হয়। এদিনের জনসভা থেকে ঝাড়খণ্ডে ৬৬০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এর মধ্যে হাজারিবাগে রেলের কোচিং ডিপোর শিলান্যাস, কুরকুরা-কানারোয়াঁ রেলপথের ডাবলিংয়ের উদ্বোধন রয়েছে। ছবি: পিটিআই
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা