দেশ

চলতি সেপ্টেম্বরেই ক্ষণস্থায়ী উপগ্রহ পেতে চলেছে পৃথিবী

নয়াদিল্লি: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। চলতি মাসেই ‘দ্বিতীয় উপগ্রহ’ পেতে চলেছে পৃথিবী।  একটি গ্রহাণু কিছুদিনের জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়ায় বাঁধা পড়বে। তারপর পৃথিবীকে প্রদক্ষিণ করতে শুরু করবে। যদিও তা হবে ক্ষণস্থায়ী । এজন্যই ওই গ্রহাণুকে বলা হচ্ছে ‘মিনি মুন’। এমন ঘটনা খুবই বিরল।  গত ৭ আগস্ট ২০২৪ পিটি৫ নামে ওই গ্রহাণু  মহাকাশ বিজ্ঞানীদের নজরে আসে।  এর আয়তন ৩৩ ফুট। জানা গিয়েছে, আগামী ২৯ সেপ্টেম্বর গ্রহাণুটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির মধ্যে ঢুকে পড়বে।  ২৫ নভেম্বর সেটি পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে যাবে। 
এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে মুখিয়ে রয়েছে বিজ্ঞানী মহল। তবে অস্পষ্ট হওয়ার কারণে খোলা চোখে এই গ্রহাণুটিকে দেখা যাবে না। শুধুমাত্র কয়েকটি নির্দিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে সেটিকে দেখা যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই দু’মাসে পৃথিবীর চারিদিকে ঘুরবে ২০২৪ পিটি৫। তবে পৃথিবীকে সম্পূর্ণভাবে প্রদক্ষিণ করবে না। কক্ষপথ শেষ করার আগেই ২৫ নভেম্বর সেটি মাধ্যাকর্ষণ শক্তির আওতা থেকে বেরিয়ে যাবে। তারপর সূর্যকেই প্রদক্ষিণ করবে গ্রহাণুটি। 
সম্প্রতি এবিষয় একটি গবেষণাপত্র প্রকাশ করেছে আমেরিকান অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটি। সেখানে বিজ্ঞীনারা জানিয়েছেন , ‘পৃথিবী সংলগ্ন একাধিক মহাজাগতিক বস্তু রয়েছে। সেগুলি অশ্বক্ষুরাকৃতি পথে যাতায়াত করে। পৃথিবীর মাধ্যাকর্ষণে প্রবেশ করামাত্র সেগুলি কিছুক্ষণের জন্য নিজেদের শক্তি হারিয়ে ফেলে। এই বিশেষ পরিস্থিতি কয়েক ঘণ্টা, কয়েক দিন আবার কয়েক মাসও স্থায়ী হতে পারে। তবে এই বস্তুগুলি কখনই পৃথিবীকে পুরো প্রদক্ষিণ করতে পারে না।’ অবশ্য এটাই  প্রথম নয়। ১৯৮১ এবং ২০২২ সালে এমন ঘটনা দেখা গিয়েছিল।
19d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা