দেশ

লাইনের নীচে সরে গেল মাটি, অল্পে রক্ষা চলন্ত ট্রেনের,  পৃথক ঘটনায় গয়ায় চাষের জমিতে ঢুকে গেল রেলের ইঞ্জিন

মোরেনা ও গয়া: ফের বড় দুর্ঘটনা এড়াল ভারতীয় রেল। শনিবার সকালে মধ্যপ্রদেশের মোরেনায় দ্রুত গতিতে চলার সময় একদিকে বিপজ্জনকভাবে হেলে যায় ছত্তিশগড় এক্সপ্রেস। অমৃতসর থেকে ট্রেনটি বিলাসপুরে যাচ্ছিল। শনিবার সকালে ট্রেনটিকে হেলে যেতে দেখে দ্রুত রেলকর্মীদের জানান এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেওয়া হয়। সময় মতো ট্রেনটি না দাঁড়ালে উল্টে গিয়ে বড়ো ক্ষয়ক্ষতি হতে পারত বলে রেল সূত্রে জানা গিয়েছে। রেলের আধিকারিকরা জানিয়েছেন, রেললাইনের নীচে মাটি সরে যাওয়ার ফলেই এমন ঘটেছিল। অন্যদিকে, গত শুক্রবার বিহারে একটি ট্রেনের ইঞ্জিন লুপ লাইন ছাড়িয়ে সোজা চাষের জমিতে গিয়ে পড়ে। তবে, ইঞ্জিনটির সঙ্গে কোনও কামরা ছিল না। এই ঘটনায় কেউ আহত হয়নি। যদিও ইঞ্জিনটির মাঠে গিয়ে পড়ার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে ছত্তিশগড় এক্সপ্রেস প্রায় ১৩০ কিমি প্রতি ঘণ্টায় বিলাসপুরের দিকে আসছিল। মোরেনার হেতমপুর ও রাজস্থানের ঢোলপুর স্টেশনের মাঝে চম্বল নদীর ধারে ট্রেনটি বিপজ্জনকভাবে হেলতে শুরু করে। যাত্রীরাও বিষয়টি বুঝতে পারেন। এক ব্যক্তি ঘটনাটি দেখেই বিষয়টি স্টেশন মাস্টারকে জানান। তিনি সঙ্গে ট্রেনের চালককে সতর্ক করেন। চালক ইমার্জেন্সি ব্রেক ব্যবহার করে ট্রেন থামান। এরপর ঘটনাস্থলে যান রেলের ইঞ্জিনিয়াররা। তাঁরা খতিয়ে দেখার পর জানান, প্রবল বৃষ্টির জন্য রেললাইনের নীচের মাটি সরে গিয়ে প্রায় ছয় ফুট গভীর গর্ত তৈরি হয়েছিল। এক ঘণ্টা পর অত্যন্ত ধীর গতিতে ট্রেনটি ওই এলাকা পেরিয়ে যায়। অন্যদিকে, বিহারের ওয়াজিরগঞ্জ ও কোলহনা হল্ট স্টেশনের মাঝে রঘুনাথপুর গ্রামের কাছে ডিজেল ইঞ্জিনটি লুপ লাইনের ব্যারিকেড ভেঙে জমিতে গিয়ে পড়ে। কী কারণে এমন ঘটল তা স্পষ্ট নয়। ঘটনার পর ইঞ্জিনটি ঘিরে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। সমাজমাধ্যমে ওই ভিডিও পোস্ট করে অনেকে মজা করে লেখেন, ‘এখন জমি চাষ করার জন্য ট্রেন ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে।’ রেলের একটি সূত্রের মতে, কোনওভাবে চালক ইঞ্জিনের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। আবার যেভাবে দুর্ঘটনার ভিডিও করা হয়েছে, তা দেখে অনেকের  অনুমান, ইঞ্জিনে কোনও চালক ছিলেন না। ঢালের মুখে ইঞ্জিনটি গড়াতে শুরু করে।
19d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মৃৎশিল্পী, ব্যবসায়ী প্রমুখদের বিশেষ কর্মোন্নতি যোগ প্রবল। পেশাদারি কর্মে শুভ ফল প্রাপ্তি। মানসিক চাঞ্চল্য।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা