বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিল বিরোধী শিবির, বিস্ফোরক দাবি নীতিন গাদকারির

নয়াদিল্লি: ২০২৪ সালের ভোটের আগেই নরেন্দ্র মোদিকে হটানোর ব্লুপ্রিন্ট তৈরি হয়েছিল? গেরুয়া দলের অন্যতম শীর্ষ নেতা নীতিন গাদকারির একটি মন্তব্য ঘিরে এমনই প্রশ্ন উঠেছে।  গাদকারি দাবি করেছেন, তাঁকে প্রধানমন্ত্রী পদে সমর্থনের প্রস্তাব দিয়েছিলেন বিরোধী শিবিরের এক নেতা। যদিও তিনি ওই প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দেন। তাঁর ওই মন্তব্য ঘিরে চাপানউতোর শুরু হয়েছে।  শিবসেনা (উদ্ধব) নেত্রীর কটাক্ষ, আসলে গাদকারি বিরোধীদের ঘাড়ে বন্দুক রেখে নিজের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসার আকাঙ্খা এভাবে প্রকাশ করে ফেলেছেন। 
মহারাষ্ট্রের নাগপুরে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি সরকারের সড়ক পরিবহণমন্ত্রী। সেখানেই ওই বিস্ফোরক দাবি করেন গাদকারি। বলেন, ‘একটা মজার ঘটনা ঘটেছিল। একজন আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। জানান, আমি প্রধানমন্ত্রী হতে চাইলে তাঁরা সমর্থন করবেন। পাল্টা জিজ্ঞাসা করি, আমাকে সমর্থন করবেন কেন? আর আমারই বা আপনাদের সমর্থন কেন দরকার পড়বে?’ প্রস্তাব প্রত্যাখান করে তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী  হওয়া কখনই আমার জীবনের লক্ষ্য ছিল না। বরাবর সংগঠন ও দায়িত্বের প্রতি অনুগত থেকেছি। কোনও পদের জন্য তার সঙ্গে আপস করতে পারব না।’ কিন্তু যে ব্যক্তি তাঁর সঙ্গে যোগাযোগ করে ওই প্রস্তাব দিয়েছিলেন, তাঁর নাম বা পরিচয় জানাননি গাদকারি।
রাজনৈতিক মহলের মতে, গেরুয়া শিবিরে অনেকেই গাদকারিকে মোদির প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখেন। তাছাড়া, সঙ্ঘের একটা বড় অংশও নাগপুরের সাংসদকে প্রশাসনের সর্বোচ্চ পদে দেখতে চান। এর পরিপ্রেক্ষিতে গাদকারির এই দাবি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।  এই প্রসঙ্গ তুলেই সোশ্যাল মিডিয়ায় প্রিয়াঙ্কা চতুর্বেদীর কটাক্ষ,‘আসলে শীর্ষ পদে বসার ব্যাপারে নিজের ঐকান্তিক আকাঙ্খার কথা নীতিন গাদকারিজি এভাবে প্রকাশ করে ফেললেন। বিরোধীদের ঘাড়ে বন্দুক রেখে তিনি আসলে মোদিকেই বার্তা দিচ্ছেন।’ 
উদ্ধবের দলের এই নেত্রী আরও বলেছেন, ‘ইন্ডিয়া মঞ্চে দেশকে নেতৃত্বদানের মতো অনেক নেতা রয়েছেন। তাই জোটের বিজেপি থেকে কাউকে ধার করার কোনও প্রয়োজনই নেই।’ 
4Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা