কলকাতা

তারের জঙ্গলে ছেয়েছে ফুটপাত হাঁটতে গিয়ে আতঙ্কে বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: রাস্তার দু’ধারে বিদ্যুতের খুঁটি ঘিরে তারের জঙ্গল গড়ে উঠেছে। বিদ্যুতের তার ছাড়াও সেখানে ঝুলছে ইন্টারনেট, কেবল টিভি, টেলিফোন সহ অন্যান্য তার। রাজপুর সোনারপুর পুরসভাজুড়ে এই দৃশ্য দেখা যাবে। বিদ্যুতের পোল থেকে যেভাবে তার ঝুলে রয়েছে, তাতে ফুটপাত দিয়ে যেতে আসতে অসুবিধায় পড়ছেন পথচারীরা। কারণ সেগুলি তাঁদের মাথায় লেগে যাচ্ছে। কোথাও ছেঁড়া তার দেখে আতঙ্কে ফুটপাত ছেড়ে রাস্তার উপর দিয়ে হাঁটছেন তাঁরা। কিছু জায়গায় তারের জঙ্গলে আবার লতাপাতাও গজিয়ে উঠেছে। কামালগাজি, মহামায়াতলা, হরিণাভি, হরহরিতলা, নরেন্দ্রপুর, রাজপুর, সোনারপুরে এই পরিস্থিতি বেশি। বাসিন্দারা বলছেন, এতে শহরের সৌন্দর্য বলে কিছু থাকছে না। 
এলাকাবাসীদের বক্তব্য, সব জায়গাতেই যখন শহরকে সাজিয়ে তোলা হচ্ছে, তখন সোনারপুরের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুতের পোল থেকে তার ঝুলছে। এতে গোটা এলাকা বিশ্রী হয়ে রয়েছে। চলতে ফিরতে সেটা দেখতেও ভালো লাগে না। বিষয়টিতে পুরসভার নজর দেওয়া উচিত এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে কথা বলে এই তার সরানোর ব্যবস্থা করা উচিত। এই প্রসঙ্গে রাজপুর সোনারপুর পুরসভার চেয়ারম্যান পল্লব দাস বলেন, বিদ্যুতের তার আর বেরিয়ে থাকবে না, এমন ব্যবস্থাই করা হবে। কিছু জায়গায় সেটা শুরু হয়েছে। অন্যান্য যে জায়গাগুলিতে এমন তার বেরিয়ে রয়েছে, সেগুলি নিয়ে কথা বলে দেখতে হবে।  নিজস্ব চিত্র
10d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আয় বৃদ্ধি ও গৃহসুখ বৃদ্ধি। কর্মস্থলে সাফল্য ও প্রশংসা লাভের সম্ভাবনা। শরীর-স্বাস্থ্য বুঝে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১০ টাকা৮৪.৮৪ টাকা
পাউন্ড১০৮.৬৪ টাকা১১২.১৯ টাকা
ইউরো৯১.৫৩ টাকা৯৪.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     September,   2024
দিন পঞ্জিকা