কলকাতা

বৃষ্টি মাথায় নিয়েই কেনাকাটার ভিড়, মুখে হাসি দোকানিদের  

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক সপ্তাহ আগেও ছবিটা অন্যরকম ছিল। টুকটাক কেনাকাটা শুরু হলেও পুজোর বাজারে জনজোয়ার বলতে যা বোঝায়, তা দেখা যায়নি। রবিবার অনেকটাই বদলে গেল সেই ছবি। বৃষ্টি মাথায় নিয়েই পুজোর কেনাকাটা সারতে নেমে পড়লেন হাজার হাজার মানুষ। হাতিবাগান, নিউ মার্কেট বা গড়িয়াহাট—ছাতা মাথায় নিয়ে ভিড় জমালেন ক্রেতারা। দু’দিন ধরে বৃষ্টি না চললে ভিড় আরও জমাট হতো বলে মনে করছেন ব্যবসায়ীরা। তবে আজ ও কাল সরকারি ছুটি। পুজোর আগে মিলবে আরও কয়েকটি ‘উইক-এন্ড’। তাই রবিবারের বাজার দেখে দোকানিরা বলছেন, ‘এই ট্রেন্ড বজায় থাকলে খামতি পুষিয়ে যাবে।’    
আর জি কর ইস্যুতে গত প্রায় এক মাস ধরে কলকাতা আক্ষরিক অর্থেই উত্তাল। মিটিং-মিছিল লেগেই আছে। প্রতিবাদের নামে ‘পুজো বয়কট’, ‘উৎসব বয়কট’ ইত্যাদি নানা বিভ্রান্তিকর বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে সুকৌশলে। হকাররা মনে করছেন, বাজারে এসবের একটা নেতিবাচক প্রভাব কিছুটা হলেও পড়েছে। তার উপর শুক্রবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। সব মিলিয়ে ব্যবসায়ীদের কপালের ভাঁজ চওড়া হচ্ছিল। বছরের এই সময় ভালো ব্যবসার আশায় থাকেন প্রত্যেকে। রবিবারের বৃষ্টিবিঘ্নিত বিকেলে ভিড় দেখে দুশ্চিন্তা সরে গিয়ে হাসি ফুটেছে তাঁদের মুখে। 
কথা হচ্ছিল হাতিবাগানের ব্যবসায়ী রঞ্জন রায়ের সঙ্গে। জামাকাপড়ের দোকান তাঁর। বললেন, ‘এবার প্রচুর স্টক তুলেছি। আর জি কর নিয়ে যা চলছে, তাতে পুজোর বাজারে শুরুতেই একটা ধাক্কা লেগেছিল। তারপর শুরু হয়েছে বৃষ্টি। তবে শনিবারের পর আজও দেখলাম, দুর্যোগের মধ্যেও বিক্রিবাটা ভালোই। আশা করছি, পরবর্তী ছুটির দিনগুলোয় ভিড় আরও বাড়বে।’ দমদমের বাসিন্দা রূপা সাহা বান্ধবীকে নিয়ে হাতিবাগানে পুজোর কেনাকাটা করতে এসেছিলেন। বললেন, ‘রাস্তাঘাটের যা অবস্থা, তাতে এর আগে দু’-তিনদিন বেরব ভেবেও রিস্ক নিইনি। বেশি দেরি করে ফেললে আবার ভালো স্টক পাব না। তাই আজ ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি।’ সকাল থেকে দুপুর পর্যন্ত ফাঁকা ফাঁকা থাকলেও বিকেলে নিউ মার্কেটে ফিরে আসে পুজোর বাজারের পরিচিত ভিড়। সন্ধ্যার দিকে কিছুক্ষণ আঝোরে বৃষ্টি হলেও কেনাকাটা চলে তার মধ্যেই। নিউ মার্কেটের এক ব্যবসায়ীর মন্তব্য, ‘এতদিনে পুজোর বাজার বলে মনে হচ্ছে। আশা করছি, পুজো যত এগিয়ে আসবে, বাজার তত ভালো হবে।’ 
হাতিবাগান বা নিউ মার্কেটের তুলনায় গড়িয়াহাটে কেনাকাটার ভিড় এদিন কিছুটা হাল্কা ছিল। সেখানকার ব্যবসায়ী সজল দাস খেদের সঙ্গে বলেন, ‘আর জি করের ঘটনার জাস্টিসের জন্য আমরাও পথে নেমেছি। কিন্তু আমাদের মতো হাজার হাজার ব্যবসায়ীর কথাও একটু মাথায় রাখা দরকার।’ স্থানীয় হকার সংগঠনের নেতা নেতা দেবরাজ ঘোষ বলেন, ‘এই মিটিং, মিছিল আন্দোলন, তারপর বৃষ্টি। তবে আমরা আশাবাদী যে বাজার দ্রুত জমে উঠবে।’
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা