কলকাতা

অতিরিক্ত কার্বন-ডাই-অক্সাইড শোষণে সক্ষম গাছ বসছে শহরে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছর কয়েক আগে উপ-পুন ঝড়ে কলকাতায় বিপুল পরিমাণ গাছ উপড়ে পড়েছিল। তার ভয়ঙ্কর প্রভাব পড়ে পরিবেশের উপর। দূষণ বৃদ্ধি পায় শহরের। এর পাশাপাশি গাড়ির সংখ্যাও বাড়ছে। দিনভর বিপুল পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড মিশছে বাতাসে। এই পরিস্থিতিতে বিক্ষিপ্তভাবে নয় বিজ্ঞানভিত্তিক উপায়ে বিশেষ কিছু প্রজাতির গাছ রোপণ শুরু করেছে কলকাতা পুরসভা। এমন গাছ যা অন্যান্য গাছের তুলনায় বেশি পরিমাণ কার্বন-ডাই-অক্সাইড শোষণ করে এবং বেশি মাত্রায় অক্সিজেন বাতাসে ছাড়ে। 
কলকাতা পুরসভার উদ্যান বিভাগের উদ্ভিদবিদ (বটানিস্ট) নির্দিষ্ট কিছু গাছ এ কাজে বাছাই করেছেন। কলকাতার একাধিক রাস্তার ধারে বা উদ্যানের ভিতরে সে গাছগুলি রোপণ করা হচ্ছে। নিম, পিপুল, সেগুন, ইউক্যালিপটাস, সিলভার ওক, বাঁদর লাঠি, রবার এবং চন্দনের মত গাছ বেছে নেওয়া হয়েছে। এর পাশাপাশি পুর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের সময় কৃষ্ণচূড়া রাধাচূড়ার মতো গাছ অতিরিক্ত ভেঙেছে। বটানিস্টরা জানিয়েছেন, এই ধরনের গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় কিন্তু এদের শিকড় মাটির বেশি গভীরে প্রবেশ করে না। ফলে বেশি হাওয়া বইলে গাছগুলি নড়বড়ে হয়ে পড়ে। ভেঙেও যায়। পাশাপাশি এদের কার্বন ডাই অক্সাইড শোষণের ক্ষমতাও কম। দূষণ কমাতে এমন গাছের প্রয়োজন যা পরিবেশ আরও সতেজ রাখতে পারবে। শহরে গাছ বসানোর জায়গা কম। ফলে কলকাতায় যত পরিমাণ গাছের প্রয়োজন তত সংখ্যক রোপণ সম্ভব হয় না। পুরসভার উদ্ভিদবিদ অভীক মুখোপাধ্যায় বলেন, ‘কলকাতার মত বড় শহরে কার্বন ডাই অক্সাইড বেশি শোষণ করতে পারে এমন গাছেরই প্রয়োজন। তা রোপণ করলে শহরে বাতাসের গুণমান আরও ভালো করা যাবে।’
2d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহসুখ বৃদ্ধি ও সপরিবারে আনন্দ উপভোগ। অন্যের দোষের দায়বহন করতে হতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.০৭ টাকা৮৪.৮১ টাকা
পাউন্ড১০৮.৬৫ টাকা১১২.২০ টাকা
ইউরো৯১.৫৭ টাকা৯৪.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     September,   2024
দিন পঞ্জিকা