কলকাতা

অবস্থানের রাস্তায় সিসি ক্যামেরা বসাতে বাধা জুনিয়র ডাক্তারদের, সরকারি জায়গায় ‘প্রাইভেসি’র দোহাই, উঠছে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের উপর হামলার পরিকল্পনায় এক সিপিএম যুব নেতা সহ গ্রেপ্তার হয়েছে দু’জন। তাই স্বাস্থ্যভবনের সামনের বাড়ানো হয়েছে পুলিসি নিরাপত্তা। যে জায়গায় রাস্তার উপর বসে জুনিয়র চিকিৎসকরা আন্দোলন করছেন, নিরাপত্তার স্বার্থে পুলিসের পক্ষ থেকে সেখানে সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, সেখানে পুলিসকে সিসি ক্যামেরা লাগাতেই দিলেন না আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। সরকারি রাস্তায় বসে আন্দোলন করলেও তাঁরা পুলিসকে ‘ফতোয়া’ দিয়েছেন, এন্ট্রি এবং এক্সিট ব্যারিকেড পর্যন্ত সিসি ক্যামেরা লাগান। অবস্থান যেখানে চলছে, সেখানে লাগাতে পারবেন না! অথচ, যে পাঁচদফা দাবি নিয়ে তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন, সেখানে ৪ নম্বর দাবিতে নিজেদের নিরাপত্তার স্বার্থে হাসপাতালে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর কথা উল্লেখ করা হয়েছে। হাসপাতালে নিরাপত্তা চাইলেও, রাস্তার উপর কেন তাঁরা নিরাপত্তা চাইছেন না, তা নিয়েই প্রশ্ন উঠেছেন। পুলিস এক্সিট এবং এন্ট্রি পয়েন্ট পর্যন্তই সিসি ক্যামেরা লাগিয়েছে।
সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্যভবনের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভ চলছে জুনিয়র চিকিৎসকদের। ১০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। রাস্তার উপর প্যান্ডেল দিয়ে আচ্ছাদনও করা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের ভিড়েই রয়েছেন, কলকাতারই একদল ‘অতিবামপন্থী পড়ুয়া’। অভয়ার ধর্ষক ও খুনিদের ফাঁসির বদলে তাঁরা ‘রানির রাজ্য’, ‘বিনীত গোয়েল’, ‘চটি চাটা’ স্লোগানে গলা ফাটাচ্ছেন তাঁরা। দেওয়াল ভরিয়েছেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামে বিস্তর কুৎসাতে। যে পুলিস কর্মীরা তাঁদের পাহারা দিচ্ছেন, তাঁদের কন্যাসন্তানকে নিয়েও লাগাতার কটাক্ষ করা হচ্ছে। পুলিস কর্মীদের মেয়েকে কেন টার্গেট করা হচ্ছে, তা নিয়ে নিন্দায় সরব হয়েছেন অনেকেই।
গত শুক্রবার একটি অডিও হাতে আসে পুলিসের। সেখানে দুই ব্যক্তির কথোপকথন থেকে জানা যায়, স্বাস্থ্যভবনে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের উপর হামলার কথা বলা হচ্ছে। ওই ঘটনায় ডিওয়াইএফ নেতা সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিস। ওইদিন বিকেলেই অবস্থানস্থলে পুলিস বাহিনী বাড়ানো হয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার স্বার্থে প্রচুর সিসি ক্যামেরা বসানোর পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু, যাঁদের জন্য নিরাপত্তা দিতে চাইছে পুলিস, সেই আন্দোলনরতরাই চিকিৎসকরাই ‘প্রাইভেসি’র দোহাই দিয়ে সিসি ক্যামেরা লাগাতে বাধা দেন। তা নিয়ে প্রশ্ন উঠছে। অনেকে বলছেন, ক্যামেরা নিয়ে আপত্তি কেন? এটা তো ব্যক্তিগত এলাকা নয়! সরকারি রাস্তা! এখানেও যাদবপুরের বিশ্ববিদ্যালয় এবং মেডিক্যাল কলেজগুলির হস্টেলের মতোই ‘আপত্তির গন্ধ’। অনেকেই বলছেন, কিছু ঘটে গেলে এই আন্দোলনকারীরাই তো বলবেন, পুলিস নিরাপত্তা দিতে ব্যর্থ। পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই!
1Month ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যা শিক্ষা ও কাজকর্মে দিনটি শুভ। বন্ধুসঙ্গে বিপদ হতে পারে। অধ্যাপনায় অগ্রগতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৮৯ টাকা১১১.৮৫ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৪৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা