কলকাতা

গাড়ি ভাড়া নেওয়ার নামে পাচার চক্র, ধৃত ১০ জন

সংবাদদাতা, কল্যাণী: গাড়ি ভাড়া নেওয়ার নামে চুরি করে বিক্রি করে দেওয়ার চক্র ধরল হরিণঘাটা থানার পুলিস। ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার পুলিসের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে বিষয়টি জানানো হয়। জানা গিয়েছে, গত মে মাসে হরিণঘাটা ব্লকের ফতেপুরের বাসিন্দা শাহাবুদ্দিন মণ্ডল তাঁর একটি মাল টানার গাড়ি মাসিক চুক্তিতে ভাড়া দেবেন বলে ঠিক করেন। সেকথা জানতে পেরে নবদ্বীপের বাসিন্দা শেখ আনসার আলি নামে এক ব্যক্তি তাঁর সঙ্গে এসে পরিচয় করে। এরপর তাঁর সঙ্গে মাসিক ২৫ হাজার টাকার বিনিময়ে গাড়ি ভাড়ার চুক্তি হয়। চুক্তির পর প্রথম মাসের টাকা দিয়ে গাড়ি নিয়ে যায় আনসার। কিন্তু এরপর টাকা দেওয়া বন্ধ হয়ে যায়। শাহাবুদ্দিনের সঙ্গে যোগাযোগও ছিন্ন করে দেয় সে। মোবাইলেও পাওয়া যাচ্ছিল না বলে অভিযোগ। এরপর চুক্তিতে দেওয়া আনসারের বাড়ির ঠিকানায় পৌঁছে শাহাবুদ্দিন জানতে পারেন, তাঁকে ভুল ঠিকানা দেওয়া হয়েছিল। এরপরেই পুলিসের দ্বারস্থ হন তিনি। তদন্তে নেমে এই চক্রের সঙ্গে যুক্ত আনসার আলি সহ দশজনকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করে পুলিস। সঙ্গে উদ্ধার হয়েছে তিনটি গাড়িও। জানা গিয়েছে, গাড়িগুলি শিলিগুড়িতে বিক্রি করে দেওয়া হয়েছিল। পুলিস গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা