বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মণ্ডপসজ্জাকে বাস্তব করতে কংক্রিট দিয়ে গুহা, যন্ত্র বসিয়ে কৃত্রিম গঙ্গায় তৈরি স্রোত, ব্যান্ডেল-শ্রীরামপুরে পুজো ঘিরে প্রতিযোগিতা

অভিজিৎ চৌধুরী,  চুঁচুড়া: কল্পনাকে বাস্তবের ঠিক কতটা কাছে নিয়ে যাওয়া যায়। এই প্রশ্নের উত্তর খুঁজতেই যেন এবার শারদীয়ার আয়োজনে নেমেছে হুগলির একাধিক থিম পুজো। পাথরের বিকল্প হিসেবে কাপড় বা মাটির নির্মাণকাজ পিছিয়ে এগিয়ে আসছে কংক্রিট। আবার কল্পনাকে পুরোদস্তুর ‘জীবন্ত’ করার প্রাণান্তকর প্রয়াসও আছে। বাঙালির প্রাণের পুজোকে কেন্দ্র করে চোখ ধাঁধিয়ে দেওয়ার পসরা সাজিয়ে বসছে মণ্ডপ থেকে আলোকসজ্জা, প্রতিমা থেকে আয়োজনের রকমফের। বাতাসে গাঢ় হচ্ছে শিউলি গন্ধ, জমাট শ্বেত মেঘের রমরমা দিগন্ত রেখায়। আর মাটিতে মাথা তুলছে অনবদ্য, অনাস্বাদিত গড়ন।
প্রাচীন সভ্যতার দেব-দেবীদের অবয়ব কেমন ছিল, মন্দিরই বা কেমন হতো। ঐতিহাসিক নিদর্শন আছে পাথর কুঁদে তৈরি করা নানা পাহাড়ের গায়ে। আছে গুহাকন্দরে। আস্ত পাথর কেটে তৈরি করা মন্দিরও সাবেক ভারত ভূখণ্ডে বিরল নয়। পুজো মরশুমে সেই সময়কেই আস্ত তুলে আনতে চাইছে ব্যান্ডেলের নবীন সঙ্ঘ। এখানে দেবী দশভূজা এবার গিরিকন্দরে দর্শন দেবেন। চড়াই পাহাড় ভেঙে ওঠার পরে দেবীর দর্শন মিলবে পাতালের অতলে। গত একমাস আগে থেকে ‘জীবন্ত’ পাহাড় তৈরির কাজে নেমে পড়েছেন মণ্ডপ শিল্পীরা। পাহাড়কে গড়ে তুলতে কেজি কেজি সিমেন্ট ব্যবহার করা হচ্ছে। পাথুরে আকৃতি আনতে দেবীকেও কিছুটা কংক্রিট আর কিছুটা মাটি দিয়ে গড়ে তুলছে তারা। একেবারে আসলের মতো আস্বাদ দিতে পাহাড়ের খাঁজে খাঁজে গড়ে তোলা হচ্ছে বনবাদাড়। রীতিমতো বীজ ফেলে আসল গাছের জন্ম দিচ্ছেন উদ্যোক্তারা। ক্লাবকর্তা গৌতম দাস বলেন, ‘প্রাচীন সভ্যতা’ আমাদের থিম। তাকে স্বাভাবিক চেহারায় ধরতে যা যা প্রয়োজন সব করা হচ্ছে। আলোকসজ্জা হবে থিমের সঙ্গে মানানসই করে।
‘জীবন্ত’ নির্মাণের প্রয়াস কি শুধুই ব্যান্ডেলে? না তার সাত স্টেশন দূরে শ্রীরামপুরের মাঠে ময়দানেও আছে তার প্রভাব। ‘হর কি পৌরি’ ঘাট আম বাঙালির কাছেও অপরিচিত নয়। দেখা না হোক অন্তত শোনা তো আছেই। সেই ঘাটের অবিকল নির্মাণে মন দিয়েছে নেতাজি মোড় সর্বজনীন। সেখানেই এবার উপস্থিত হবেন দেবী। অভিনব হবে তাঁর সাজ। আস্ত জনপদের ভিতরে তৈরি হচ্ছে পূণ্যতোয়া গঙ্গা। কিন্তু স্রোত? যন্ত্র বসিয়ে তাও তৈরি হবে কৃত্রিম গঙ্গায়। বেগবতী গঙ্গাপাড়ে বসে শিবের আপন জগতে মুগ্ধ হতে হতে দর্শক যদি ভাবেন, কই সন্ধ্যারতি হচ্ছে না যে! ক্লাবকর্তা তথা পুরসভার কাউন্সিলার পিন্টু নাগ বলছেন, বেনারস থেকে পুরোহিতরা আসছেন। তাঁরাই প্রত্যেক রাতে সন্ধ্যা আরতি করবেন। আলোকসজ্জাও থাকবে থিমের সঙ্গে যোগ রেখে। ‘জীবন্ত’ মণ্ডপসজ্জার প্রতিযোগিতায় সামিল ব্যান্ডেল থেকে শ্রীরামপুর। যতটা আসলের কাছে ততটাই গর্বিত মুখ উদ্যোক্তাদের। আর ষোলোর উপরে আঠারো আনা দর্শনসুখ আমবাঙালির। -নিজস্ব চিত্র
3Months ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সম্পত্তি সংক্রান্ত আইনি প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ন্যায্য অর্থ সঠিক সময়ে নাও পেতে পারেন।  অর্থপ্রাপ্তির যোগ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৩ টাকা৮৭.৫৭ টাকা
পাউন্ড১০৪.০৫ টাকা১০৭.৭৪ টাকা
ইউরো৮৭.৩০ টাকা৯০.৬৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা