কলকাতা

সাতের দশকের অশান্ত সময়ে বন্ধ হয়েছিল মূর্তিপুজো, ঘোষবাড়িতে পা পড়েছিল বিধান রায় থেকে দুই প্রাক্তন রাষ্ট্রপতির

সুদীপ্ত কুণ্ডু, হাওড়া: এই বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে কংগ্রেসি জমানার দীর্ঘ ইতিহাস। বিধানচন্দ্র রায় থেকে দেশের দুই রাষ্ট্রপতি পা রেখেছিলেন এখানে। গত শতাব্দীর সাতের দশকের অশান্ত সময়ে বহু বছর বন্ধ রাখতে হয়েছিল মূর্তি পুজো। হাওড়ার সালকিয়ার ঘোষ বাড়ির প্রায় দেড়শো বছরের দুর্গাপুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে এমনই নানা ইতিহাস।
সালকিয়ার বেনারস রোডের পাশেই ঘোষ পরিবারের বনেদি বাড়ি। বাড়ির সামনের অংশ আধুনিক ইমারতে ঢাকা পড়লেও ভিতরে দুর্গা দালান, ঝুলবারান্দা থেকে কড়ি বরগার ছাদ সবই রয়েছে অটুট। বংশের পূর্বপুরুষ কানাইলাল ঘোষের হাত ধরে শুরু হয়েছিল ঘোষবাড়ির দুর্গাপুজো। জানা গিয়েছে, তাঁর ছোটবেলায় একবার বাড়ির পিছনে নিজেই মাটি দিয়ে ছোট্ট দুর্গার কাঠামো গড়েছিলেন। মা রাজলক্ষ্মী দেবী সেই কাঠামো দেখতে পেয়ে বাড়িতে এনে প্রতিষ্ঠা করেন। তারপর থেকেই আড়ম্বরে শুরু হয় পুজো। একচালার ডাকের সাজে বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এই বাড়িতে পূজিত হন দুর্গা। অতীতে কুমারী পুজো হলেও এখন তা বন্ধ। অষ্টমীতে কামান দাগার প্রথা এখন আর নেই। তবে নিয়ম মেনে এখনও দশমীর দিন ৩০ জন বেহারার কাঁধে চড়ে গঙ্গায় বিসর্জনে যান দেবী। বাড়ির পঞ্চম প্রজন্ম সঞ্জয় ঘোষ বলেন, ‘অষ্টমীতে লুচি ভোগের পাশাপাশি দেবীকে ২০ কেজি চালের ভোগ নিবেদন করা হয়। পুজোর সময় বাইরে থেকে অনেক আত্মীয় আসেন’। তাঁর কথায়, গত শতাব্দীর সাতের দশকে গোটা রাজ্য তখন অশান্ত। সেই সময় বেশ কয়েক বছর শুধু ঘট বসিয়েই দুর্গাপুজো হয়েছে। সে সময় প্রতিমা পূজো বন্ধ রাখতে হয়েছিল। বাড়ির পূর্বপুরুষ গৌরহরি ঘোষের আমন্ত্রণে বিধানচন্দ্র রায় সহ তাঁর মন্ত্রিসভার অনেকেই এসেছিলেন এই বাড়িতে। এসেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডাঃ রাজেন্দ্র প্রসাদ। ১৯৮২ সালে এসেছিলেন প্রণব মুখোপাধ্যায়ও। সেই সময় ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই বাড়িতে ভোজের আয়োজন হতো। বর্তমানে সেই জৌলুস না থাকলেও পুজোর নিয়মে কোনও ছেদ পড়েনি।-নিজস্ব চিত্র
18d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে পরিশ্রম ও ব্যস্ততা বৃদ্ধি। ছোট ও মাঝারি ব্যবসায় অগ্রগতি। অর্থাগম যোগটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৫০ টাকা১১২.০৬ টাকা
ইউরো৯১.০৪ টাকা৯৪.২২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     October,   2024
দিন পঞ্জিকা