বিদেশ

২৮০ টাকায় কাঁচালঙ্কা, ২৫০ টাকায় রসুন বিকোচ্ছে বাংলাদেশের বাজারে

সংবাদদাতা, বনগাঁ: সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য ৩০ শতাংশ সংরক্ষণের প্রতিবাদে বাংলাদেশজুড়ে অশান্তি চলছে। অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা দেশে। পুলিস ও আন্দোলনকারীদের সংঘর্ষে ইতিমধ্যে ১১৫ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। মৃতদের মধ্যে বেশিরভাগই ছাত্র-যুব। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেদেশের সরকার দেশের একাধিক জায়গায় কারফিউ জারি করেছে। রাস্তায় নামানো হয়েছে সেনা। বাংলাদেশের এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব এসে পড়েছে ভারতের সঙ্গে বাণিজ্যেও। স্থলবন্দরগুলি দিয়ে বন্ধ হয়ে গিয়েছে পণ্য পরিবহণ। বনগাঁর পেট্রাপোল সীমান্তে দাঁড়িয়ে রয়েছে শ’য়ে শ’য়ে পণ্যবোঝাই ট্রাক। দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশে নিত্যপণ্যের জোগানে টান পড়তে শুরু করেছে। বাংলাদেশের ঢাকার চকবাজারের ব্যবসায়ী আব্দুর সবুর রবিবার ফোনে জানান, গত কয়েকদিন অশান্তির কারণে বাজারে আনাজের দাম অনেকটাই বেড়েছে। রবিবার সেখানে পেঁয়াজ বিক্রি হয়েছে প্রতি কেজি ১২০-১৩০ টাকা দরে। রসুনের দাম প্রায় ২৫০ টাকা প্রতি কেজি। এদিন কাঁচালঙ্কা ২৫০ টাকা দরে বিক্রি হয়েছে সেখানে। আগামী কয়েকদিন এই অচলাবস্থা চললে দাম আরও বাড়বে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। বাংলাদেশের ঝিকরগাছার বাসিন্দা পলাশ সরকার বলেন, ‘রাস্তায় কোনও যানবাহন নেই। দোকানপাট বন্ধ। বাজারে দু’-একটি দোকান খোলা থাকলেও মানুষ বাড়ি থেকে বের হতে ভয় পাচ্ছে। জিনিসপত্রের দাম বেড়েছে। কাঁচালঙ্কা ২৮০ টাকা প্রতি কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ১২০ টাকা। রসুন ২২০ টাকা।’ একই চিত্র নড়াইলে। সেখানকার বাজারগুলিতেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে গত কয়েকদিনের তুলনায়। স্থানীয় বাসিন্দা রতনকুমার ঘোষ ফোনে বলেন, ‘বাজারে মাছের আকাল। দেশে কারফিউ চলছে। ফলে বাইরে থেকে জিনিসপত্র আসছে না। সবকিছুর দামই কিছুটা বেড়েছে।’  
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা