বিদেশ

সাত ঘণ্টার জন্য কার্ফু শিথিল, স্বাভাবিকের পথে বাংলাদেশ

ঢাকা: রক্তক্ষয়ী সংগ্রাম, পুলিস-জনতা সংঘর্ষ আর শতাধিক মানুষের মৃত্যু। টানা পাঁচদিন রাজধানী ঢাকা সহ দেশের নানা প্রান্তে হিংসার পর ধীরে ধীরে স্বাভাবিকের পথে সাধারণ জনজীবন। রবিবার সরকারি চাকরিতে কোটা কমিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই রায়ের পর থেকেই অশান্তির মাত্রা কমতে শুরু করে। বুধবারও নতুন করে হিংসার কোনও খবর পাওয়া যায়নি। এদিন সকাল থেকে বাংলাদেশে সাত ঘণ্টার জন্য কার্ফু শিথিল করা হয়। অফিস-আদালত ও ব্যাঙ্ক সহ বেশ কয়েকটি জায়গায় ইন্টারনেট পরিষেবাও ফের চালু হয়েছে। যদিও মোবাইল ইন্টারনেটে ঠিকভাবে কাজ করছে না।  সোশ্যাল মিডিয়াতেও এখনও নিষেধাজ্ঞা জারি রয়েছে বলে জানা যাচ্ছে। অব্যাহত রয়েছে  সেনা, আধা সামরিক বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ এবং র‌্যাবের টহলদারি। নিষেধাজ্ঞা শিথিলের সুযোগে যাতে পুনরায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, তা নিশ্চিত করতেই প্রশাসনের তরফে এই ব্যবস্থা।
অন্যদিকে, স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান এখনই খোলা হচ্ছে না। একশো শতাংশ নিরাপত্তা নিশ্চিত করতে না পারা পর্যন্ত দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধই রাখা হবে বলে প্রশাসনের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ঢাকা সহ নারায়ণগঞ্জ, নরসিংদি, গাজিপুর এলাকায় অশান্তির পরিবেশ রয়েছে। সে কারণেই শিক্ষা প্রতিষ্ঠানগুলি আরও কিছুদিন বন্ধ রাখা হবে। 
বুধবার থেকে আন্তঃজেলা বাস ও ফেরি পরিষেবাও চালু হয়। অসমর্থিত সূত্রের খবর, এ পর্যন্ত দেশজুড়ে ১৮৪ জনের প্রাণ গিয়েছে। ইতিমধ্যেই হাইকোর্টের এক বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে সরকার। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা