বিদেশ

বিশ্বে ৪০ শতাংশের বেশি মানুষ ভুগছেন পেটের বিভিন্ন রোগে

বিশ্বজিৎ দাস, কলকাতা: টিটাগড়ের হারাধন দাসের সঙ্গে টেক্সাসের হ্যারি মিলার বা নন্দনকাননের তারাপদ মহাপাত্রের সঙ্গে বার্লিনের তারা ফিশারের মিল এক জায়গায়! পেটের অসুখ কলকাতাকে মিলিয়ে দিচ্ছে কোচির সঙ্গে, ইরানকে ইজরায়েলের সঙ্গে! পৃথিবীর ৩৩টি দেশের ৭০ হাজারের বেশি মানুষকে নিয়ে করা হয়েছিল এক আন্তর্জাতিক সমীক্ষা। তাতে দেখা গিয়েছে, বিশ্বের ৪০ শতাংশের বেশি মানুষ ভুগছেন পেটের রোগে। পেটের যে দু’টি রোগ বাংলাদেশ থেকে বার্মিংহাম পর্যন্ত সর্বত্র ভোগাচ্ছে, তা হল ফাংশনাল ডিস্পেপসিয়া (বদহজম ও  গ্যাসের সমস্যা) এবং ইরিটেবল বাউল সিনড্রোম বা আইবিএস।
সেই সঙ্গে এই ৩৩টি দেশের তথ্যাবলী নিয়ে সদ্য প্রকাশিত হয়েছে আরেকটি চাঞ্চল্যকর সমীক্ষা রিপোর্ট। সেখানে দেখা যাচ্ছে, ডিজঅডার্স অব গাট ব্রেন ইন্টারেকশন বা পেটের সংক্রমণগুলি বিভিন্ন দেশের কয়েকটি বিষয়ের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। যেমন, জিডিপি বা মোট গড় উৎপাদন, হ্যাপিনেস স্কোর বা সেদেশের মানুষ কতটা সুখী ইত্যাদি। জিডিপি উন্নত হলে জীবনযাত্রার মান উন্নত হবে, পেটের সংক্রমণও কমবে। অন্যদিকে, অসুখী মানুষ পেটের সংক্রমণে বেশি ভুগবে। পেটে সংক্রমণের জন্য নানা অসুখ বা মানসিক সমস্যা বাড়বে। দু’টি আন্তর্জাতিক সমীক্ষাই প্রকাশিত হয়েছে দু’টি নামকরা পত্রিকায়। প্রথমটি ‘গ্যাস্ট্রোএন্টারোলজি’ এবং দ্বিতীয়টি ‘উইলে এনজিএম’। 
৩৩টি দেশের ৪৩টি বিখ্যাত প্রতিষ্ঠানের গ্যাস্ট্রোএন্টেরোলজিস্টরা মিলে এই সমীক্ষা করেছেন। মোট ৫৮ জন চিকিৎসক ছ’টি মহাদেশের মানুষের উপর সমীক্ষা চালানো হয়। মতামতদানকারী ৭৩ হাজার ৭৬ জনের অর্ধেক পুরুষ ও বাকি অর্ধেক মহিলা । ৪০ শতাংশের বয়স ছিল ১৮-৩৯ বছরের মধ্যে। আরও ৪০ শতাংশের বয়স ছিল ৪০-৬৪ বছরের মধ্যে। বাকি ২০ শতাংশের বয়স ৬৫ বছরের উপর।
বুক জ্বালা, গ্যাস, চোঁয়া ঢেকুর, বদহজম, বমি ও বমি ভাব, ডায়ারিয়া, পেট ব্যথা ইত্যাদি ২২ ধরনের পেটের অসুখ নিয়ে সমীক্ষা চলে। বিশ্বজুড়ে সবথেকে বেশি মানুষ ভুগছেন বদহজম ও গ্যাসের সমস্যায়। বিভিন্ন দেশে এই হার আলাদা। যেমন, জাপানে ২.২, মিশরে ১২.৮, বাংলাদেশে ১৯.৪ শতাংশ ইত্যদি। মহিলাদের তুলনায় পুরুষদের মধ্যে সমস্যা বেশি ধরা পড়েছে। ২৬টি দেশের মধ্যে ১৯টিতেই আইবিএস-এ (কোষ্ঠকাঠিন্য ও অজীর্ণ) ভুগছেন ৫-৭ শতাংশ মানুষ। আমেরিকা, দক্ষিণ আফ্রিকা এবং রাশিয়ার মতো কিছু দেশে আইবিএস-এ ভোগার হার ৫ শতাংশের বেশি। ভারতের ক্ষেত্রে তা ৫ শতাংশের সামান্য কম। তবে ভারতের ২০ শতাংশ মানুষ হয় গ্যাস না হয় বদহজমের সমস্যায় ভুগছেন।  
সমীক্ষায় অংশগ্রহণকারী বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ উদয়চাঁদ ঘোষাল বলেন, ‘পেটের অসুখ নিয়ে এতবড় সমীক্ষা পৃথিবীতে এই প্রথম। চরক বলেছিলেন, যাবতীয় রোগের উৎপত্তিস্থল হল পেট। আমরাও সমীক্ষায় দেখেছি, পেট ভালো তো সব ভালো। পেটের গোলমাল মানসিক অসুস্থতা, কাজে অনীহা, অসুখী জীবন এবং সামগ্রিকভাবে দেশের গড় উৎপাদনে প্রভাব ফেলে। সুতরাং দেরি না করে পেটের যত্ন নিন।’
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা