বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
বিদেশ
 

হারিয়ে যাওয়া ডোডোর খোঁজে গবেষকরা

মরিশাস: আকারে হাঁসের চেয়েও বড়। ডানাগুলি ছোট হওয়ায় উড়তে পারে না। মাদাগাস্কারের মরিশাস দ্বীপের বিলুপ্ত পাখি এরা। নাম ডোডো। প্রায় চারশো বছর আগে পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে এই প্রজাতির পাখি। তবে সম্প্রতি কলোসেল বায়োসায়েন্স নামক এক সংস্থা ফের তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা করেছে। ডিএনএ গবেষণার মাধ্যমে এই ‘অসম্ভব’ সম্ভব করা যাবে বলে মনে করছে গবেষক দল। সংস্থাটি ইতিমধ্যে জিন প্রযুক্তি ব্যবহার করে ম্যামথ ও থাইসিনদের পুনরায় ফিরিয়ে আনার কাজও শুরু করেছে।  
বিজ্ঞানীরা বিলুপ্ত প্রানীর জিন নিয়ে নানান গবেষণা শুরু করেছেন। ‘স্টেম সেল’ প্রক্রিয়া ব্যবহার করা হচ্ছে ডোডোর ক্ষেত্রে। সর্বশেষ যে পাখিটির কোষ পাওয়া গিয়েছে তার সঙ্গে পায়রার জিনের মিল রয়েছে। গবেষকরা অনুমান করছেন, পায়রার দেহে ডোডোর জিন প্রতিস্থাপন করা হলে সুফল পাওয়া যেতে পারে। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, বিলুপ্ত প্রাণীদের ফিরিয়ে আনার চেষ্টার  পাশাপাশি বর্তমানে বিলুপ্তির দোরগোড়ায় চলে যাওয়া প্রাণীদের সংরক্ষণে জোর দেওয়া দরকার।
উল্লেখ্য, ১৫৯০-এর শেষে মরিশাসে আসে একদল মানুষ। সঙ্গে আসে ইঁদুর, শূকর। এত অচেনা প্রানীকে একসঙ্গে দেখে ঘাবড়ে যায়নি ডোডো পাখি। বরং পোষ মেনেছিল। এরই খেসারত দিতে হয় তাদের। সমস্ত ডিম যেতে থাকল মানুষ ও তাদের পোষ্যদের পেটে। এইভাবে বিলুপ্তির পথে এগিয়ে গেল ডোডো।

4th     February,   2023
 
 
কলকাতা
 
রাজ্য
 
দেশ
 
খেলা
 
বিনোদন
 
আজকের দিনে
 
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
এখনকার দর
দিন পঞ্জিকা
 
শরীর ও স্বাস্থ্য
 
বিশেষ নিবন্ধ
 
সিনেমা
 
প্রচ্ছদ নিবন্ধ