সম্প্রতি সরস্বতী অনলাইন ডট কম সংস্থার তরফে দু’দিনব্যাপী তৃতীয় মেডিক্যাল এডুকেশন ফেয়ার-এর আয়োজন করা হয়েছিল। মেলার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা পার্থসারথি গঙ্গোপাধ্যায়। এক অনুষ্ঠানে ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট এগজাম প্রথমবারের চেষ্টাতেই সফলভাবে উত্তীর্ণ ৫০জনের মধ্যে ১০ জনকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) তনুশ্রী মণ্ডল, জ্যোতির্ময় পাবলিক স্কুলের অধ্যক্ষ সুশান্ত দাস, বি আর সিং হাসপাতালের চিকিৎসক অভিজিৎ কর্মকার, কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক প্রীতম মিত্র, এসএসকেএম হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ সঞ্চালী চক্রবর্তী সহ এই সংস্থার প্রাক্তন ছাত্রছাত্রীরা। তনুশ্রী মণ্ডল বলেন, সরস্বতী অনলাইন ডট কম খুবই ভালো কাজ করছে। ফলে বহু সংখ্যক ছাত্রছাত্রী বিদেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। পরবর্তীকালে এই বিরাট সংখ্যক ছাত্রছাত্রীরা দেশের স্বাস্থ্যক্ষেত্রে যোগ দিতে পারবেন।
সানজেন ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের তরফে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও মণিরুল হক, এছাড়াও হাজির ছিলেন বাংলাদেশের বারিন্দ মেডিক্যাল কলেজের পাবলিক রিলেশন অফিসার মহম্মদ বারিক ফওজ প্রমুখ। দু’দিনের এই মেলায় জ্যোতির্ময় পাবলিক স্কুল, ঘাসিয়ারা বিদ্যাপীঠ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন এবং শহরের অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও যোগদান করেছিল।