উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
শিশুমৃত্যু নিয়ে এদিন শ্রীকৃষ্ণ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (এসকেএমসিএইচ) সুপার সুশীলকুমার শাহি বলেন, ‘মুজফ্ফরপুরে অ্যাকিউট এনসেফেলাইটিস সিনড্রোমে মৃত্যু ছুঁয়েছে ১০০।’ সরকারি রিপোর্ট অনুযায়ী, ৮৩ জন শিশু মারা গিয়েছে শুধু এসকেএমসিএইচে। বাকি ১৩ জন মারা গিয়েছে শহরের কেজরিওয়াল হাসপাতালে। ইতিমধ্যে মৃতদের পরিবার পিছু চার লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে বিহার সরকার।
এদিকে বিহারের উদ্বেগজনক পরিস্থিতি নিয়ে রাজ্য ও স্বাস্থ্যমন্ত্রককে নোটিস পাঠিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। এক আধিকারিক বলেছেন, ‘গত কয়েকদিনে বিহারের মুজফ্ফরপুর জেলায় এনসেফেলাইটিসে মৃত্যুমিছিল নিয়ে সংবাদমাধ্যমের রিপোর্টের ভিত্তিতে এনএইচআরসি স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ নিয়েছে। এনসেফেলাইটিস মোকাবিলায় পদক্ষেপ সহ পুরো ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে বিহার ও স্বাস্থ্যমন্ত্রককে নোটিস পাঠানো হয়েছে।’
এদিকে, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে নিয়ে রবিবার বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তারপর মুজফ্ফরপুরে একটি সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানে অশ্বিনীর ‘ঢুলতে’ থাকা নিয়ে দেশজুড়ে বিতর্ক ছড়ায়। সাংবাদিক বৈঠকের সেই ছবি ভাইরাল হয়েছে। যদিও, যাবতীয় সমালোচনা ঝেড়ে ফেলে সোমবার অশ্বিনী বলেছেন, ‘আমি তখন বিষয়টি নিয়ে গভীর চিন্তা করছিলাম। ঘুমাচ্ছিলাম না।’
অন্যদিকে, সেই বৈঠকেই বিহারের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডে ভারত-পাক ম্যাচ নিয়ে একজনকে জিজ্ঞাসা করেন ‘কটা উইকেট পড়েছে?’ যা নিয়ে প্রবল সমালোচনা হয়েছে। আসলে, তিন মন্ত্রী যখন সাংবাদিক বৈঠক করছিলেন, তখন ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ চলছিল। ভাইরাল হওয়া ওই ভিডিওতে মঙ্গল পাণ্ডেকে বলতে শোনা যায়, ‘কতগুলো উইকেট পড়ল?’ জবাবে একজনকে বলতে শোনা যায়, ‘চার উইকেট’।