উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি এক প্রেস বিবিৃতিতে, মুখ্যমন্ত্রী ও আন্দোলনকারীদের বৈঠকে সুষ্ঠু সমাধান মেলায় সন্তোষ প্রকাশ করেছেন। এনআরএস-কাণ্ডের জেরে গোটা রাজ্যে তো বটেই, রাজধানী দিল্লি সহ দেশের নানা প্রান্তে প্রভাব পড়েছে। বাংলার ভাবমূর্তি তাতে উজ্জ্বল হওয়ার কথা নয়। প্রত্যাশিত কারণেই এই পরিস্থিতির দায় এসে পড়েছে রাজ্যের শাসক দলের উপর। স্বভাবতই, এদিন নবান্নে মুখ্যমন্ত্রী ও পুলিস প্রশাসনের শীর্ষকর্তাদের সঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের বৈঠক ইতিবাচক হওয়ায় সবচেয়ে স্বস্তি পেয়েছে তৃণমূল। দলের মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, ছোট ছোট ভাইবোনেরা যেভাবে মুখ্যমন্ত্রীর সামনে তাদের বিষয়গুলি নির্ভীকভাবে তুলে ধরছে তা দেখে তিনি খুশি। পাশাপাশি মুখ্যমন্ত্রীও যেভাবে ধৈর্য্যের সঙ্গে জুনিয়র ডাক্তারদের সমস্যা শুনেছেন ও সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ করেছেন, তার নজির নেই বলে মনে করেন পার্থবাবু। পরিষদীয় মন্ত্রীর মতো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কয়েক দিন আগে কর্মবিরিতি তুলে নেওয়ার আবেদন করেছিলেন। এদিন নবান্নের বৈঠক সুষ্ঠু এবং সদর্থকভাবে শেষ হওয়ার খবর পৌঁছতেই বিমানবাবু মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন, বারে বারে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চাইলেও তারা তা উপেক্ষা করেছে। অথচ এদিন মুখ্যমন্ত্রী যে ঔদার্য্য দেখালেন, তাতে তিনি ব্যক্তিগত ভাবে অভিভূত বলে জানিয়েছেন অধ্যক্ষ। তাঁর দাবি, মুখ্যমন্ত্রী এই উদার দৃষ্টিভঙ্গির জন্যই সমস্যার সমাধান সম্ভব হল। এনআরএস-কাণ্ডে আহত চিকিৎসক পরিবহ মুখোপাধ্যায়য়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি বলেন, অবস্থা তাড়াতাড়ি স্বাভাবিক হোক, এখন সেটাই চাই।
মুখ্যমন্ত্রী এই উদ্যোগ আগে নিলে এত মানুষ বিনা চিকিৎসার শিকার হতো না। তবুও হাসপাতালের স্বাভাবিক অবস্থা ফেরায় তিনি খুশি বলেই জানিয়েছেন কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ চক্রবর্তী। তাঁর মতে, আন্দোলনের চাপে তিনি মেজাজ হারিয়ে ফেলেছিলেন। তাতেই অযথা সময় নষ্ট হয়েছে। তাঁর ভূমিকা নিয়ে সমালোচনা করলেও সন্তোষ প্রকাশ করেছন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন, নিজের জেদ ধরে বসে থেকে রাজ্যের সাধারণ চিকিৎসাপ্রার্থী মানুষ বিপদে পড়েছিল। এই ভোগান্তি হতো না, যদি মুখ্যমন্ত্রী প্রাথমিকপর্বেই তৎপর হতেন।