উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
পুলওয়ামা জেলার পাশাপাশি এদিন জঙ্গি নিশানায় ছিল অনন্তনাগ জেলাও। আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই শুরু অমরনাথ যাত্রা। তার আগে সোমবার অনন্তনাগের অচাবল এলাকায় জঙ্গিদের বিরুদ্ধে গুলির লড়াইয়ে শহিদ হলেন এক সেনা মেজর। জখম হয়েছেন আরও এক মেজরসহ দু’জন জওয়ান। পাল্টা সেনার গুলিতে দুই জঙ্গি খতম বলে খবর। রাত পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ওই এলাকায় গুলির লড়াই চলছে। গত বুধবারই এই অনন্তনাগেই টহলরত সেনার উপর আত্মঘাতী হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলেই প্রাণ হারান পাঁচ জওয়ান। জখম হয়েছিলেন আরও কয়েকজন। হামলা হয়েছিল অনন্তনাগের ব্যস্ততম কে পি রোডে। পুণ্যার্থীরা এই রোড ধরেই অমরনাথে পৌঁছন।
সেই ঘটনার এক সপ্তাহের মধ্যে ফের অনন্তনাগে হামলা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল। চার মাসে আগেই পুলওয়ামায় জঙ্গি হামলার পর কেন এখনও কাশ্মীরে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা বহাল, তা নিয়ে প্রশ্ন তুলছেন অমরনাথ যাত্রীরা। পরপর দু’টি জঙ্গি হামলার পর দু’সপ্তাহের মধ্যে অমরনাথ যাত্রার ভবিষ্যৎ কী হবে, তা নিয়েও চিন্তিত সংশ্লিষ্ট মহল। প্রস্তুতি এখন তুঙ্গে। এই পরিস্থিতিতে জঙ্গিদের কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় পুণ্যার্থীদের কতটা নিরাপত্তা দেওয়া সম্ভব হবে? এদিনের হামলায় জখমদের শ্রীনগরে সেনা হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, সোমবার সকালে দক্ষিণ কাশ্মীরের ওই এলাকায় নিরাপত্তা বাহিনী ঘিরে ধরে তল্লাশি শুরু করে। পালাতে না পেরে কয়েকজন জঙ্গি এলোপাথাড়ি গুলি চালায়। সমুচিত জবাব দেয় নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের গুলিতে ঘটনাস্থলেই এক মেজর পদাধিকারী প্রাণ হারান। জখম হন তাঁরই তিন সহকর্মী। ঘটনাস্থল থেকে দুই অজ্ঞাতপরিচয় জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। তাদের কাছ থেকে প্রচুর বিস্ফোরক এবং অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলে স্থানীয় পুলিস জানিয়েছে।
এই ঘটনার মধ্যেই জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় ফের একবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করল পাক সেনা। তাদের গুলিতে এক সেনাকর্মীসহ তিনজন নাগরিক জখম হয়েছে। তাঁদের মধ্যে জখম হয়েছে একটি ১১ বছরের বালিকা। জানা গিয়েছে, রবিবার রাত থেকে এদিন সকাল পর্যন্ত সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে গোলাবারুদ ছোঁড়ে পাকিস্তানি রেঞ্জার্স। প্রথমে ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি পরে মর্টার ছোঁড়ে। ভারতীয় সেনাও পাল্টা জবাব দিয়েছে।