Bartaman Patrika
কলকাতা
 
 

 হুগলির মাহেশে প্রভু জগন্নাথদেবের স্নানযাত্রা। ছবি:আনন্দ দাস

 নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং বিজেপিতে, গেরুয়া দখলে গারুলিয়া পুরসভাও

দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি, ১৭ জুন: এবার গারুলিয়া পুরসভারও দখল নিল বিজেপি। এরই পাশাপাশি পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের আরও এক বিধায়ক যোগ দিলেন গেরুয়া শিবিরে। আজ নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের অন্যতম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক তথা বাংলার ভারপ্রাপ্ত দলীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, দলের রাজ্য সভাপতি তথা এমপি দিলীপ ঘোষ, বিজেপি নেতা মুকুল রায়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন নোয়াপাড়ার তৃণমূল বিধায়ক সুনীল সিং। তাঁর সঙ্গেই গারুলিয়া পুরসভার ভাইস চেয়ারম্যান সহ মোট ১২ জন কাউন্সিলার এদিন বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যে ১১ জন তৃণমূলের এবং একজন কংগ্রেসের। তৃণমূলত্যাগী বিধায়ক সুনীল সিং গারুলিয়া পুরসভার চেয়ারম্যানও বটে। ওই পুরসভার ১২ জন কাউন্সিলারের গেরুয়া শিবিরের যোগদানের ফলে গারুলিয়া পুরবোর্ডও তাদের হাতে চলে এসেছে বলে দাবি করেছে বিজেপি।
এরই পাশাপাশি এদিন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূল কংগ্রেসের সোমনাথ তালুকদার এবং বারাকপুর-২ পঞ্চায়েত সমিতির তিনজন সদস্যও বিজেপিতে যোগ দিয়েছেন। উল্লেখ্য, সম্প্রতি তৃণমূলের কাউন্সিলারদের গেরুয়া শিবিরে যোগদান করিয়ে রাজ্যের কাঁচরাপাড়া, হালিশহর, নৈহাটি এবং ভাটপাড়া পুরসভা দখল করেছে বিজেপি। তৃণমূল ঘনিষ্ঠ মোর্চা নেতা বিনয় তামাংপন্থী গোর্খা জনমুক্তি মোর্চার সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলারদের যোগদান করিয়ে দার্জিলিং পুরবোর্ডও হাতে নিয়েছে গেরুয়া শিবির। গারুলিয়া পুরসভা দখলের ফলে পশ্চিমবঙ্গের পাঁচটি পুরবোর্ড বিজেপির হাতে চলে এল।
এদিন প্রতিপক্ষ দলের এই কাউন্সিলারদের গেরুয়া শিবিরে যোগদান করিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। আজ তিনি বলেছেন, ‘বাংলায় ক্রমশ অরাজকতা বৃদ্ধি পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বোধহয় তাঁর মানসিক ভারসাম্য হারিয়েছেন। আর সেই কারণে নিজের সরকারের প্রশাসনের সঙ্গেই হোক, অথবা সাধারণ মানুষের সঙ্গে তিনি চরম দুর্ব্যবহার করে চলেছেন। এটি রাজ্যের জন্য কোনও ইতিবাচক বার্তা নিয়ে আসছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানসিক পরিস্থিতির জন্য হাজার হাজার তৃণমূল নেতা, কর্মী বিজেপির ছাতার তলায় চলে আসতে চাইছেন। আগামী কয়েকদিনের মধ্যে এরকম আরও বেশ কিছু নেতা বিজেপিতে যোগ দেবেন।’
এই প্রসঙ্গেই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গ টেনে এনেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, ‘এবারের লোকসভা আসনে সারা দেশের আর কোথাও হামলা সন্ত্রাসের খবর পাওয়া যায়নি। যত গোলমাল হয়েছে, তা শুধুমাত্র পশ্চিমবঙ্গের ৪২টি আসনকে কেন্দ্র করে। রাজনৈতিক হত্যা হয়েছে। রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্বেচ্ছাচারিতার কারণে তৃণমূলের বহু নেতা আমাদের সঙ্গে যোগ দিতে চাইছেন।’ বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, এবারের লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে রাজ্যের ১২৮টি পুরসভার মধ্যে ১০১টিতে পরাজিত হয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এদিন তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়ে বিধায়ক সুনীল সিং বলেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সারা দেশে সবকা সাথ, সবকা বিকাশ নীতি নিয়ে কাজ করছেন। তাই পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য বিজেপিকে রাজ্যে ক্ষমতায় নিয়ে আসতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যের উন্নয়ন একেবারে স্তব্ধ হয়ে গিয়েছে।’

বিজেপির হাওড়া পুরসভা অভিযানকে কেন্দ্র করে ধুন্ধুমার, জলকামান, লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ‘অগণতান্ত্রিক’ পদ্ধতিতে হাওড়া পুরসভা চালানো হচ্ছে ও প্রয়োজনীয় পরিষেবা পাওয়া যাচ্ছে না— এই অভিযোগে বিজেপির হাওড়া পুরসভা দখল অভিযানকে কেন্দ্র করে সোমবার রণক্ষেত্রের চেহারা নিল হাওড়া পুরসভা চত্বর।
বিশদ

মাহেশ ও গুপ্তিপাড়ায় জগন্নাথদেবের
স্নানযাত্রা দেখতে লাখো মানুষের ভিড়

বিএনএ, চুঁচুড়া: জগন্নাথদেবের স্নানযাত্রা উপলক্ষে সোমবার হুগলির শ্রীরামপুরের মাহেশ ও বলাগড়ের গুপ্তিপাড়ায় সকাল থেকেই ভিড় জমালেন কয়েক হাজার মানুষ। ঐতিহাসিক স্নানযাত্রা দেখতে আসা ভক্তদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হয় জেলা পুলিস ও প্রশাসনের আধিকারিক এবং দুই মন্দিরের সেবাইত ও রথযাত্রা উৎসব কমিটির দায়িত্বে থাকা সদস্যদের।
বিশদ

 এসএসকেএমে সকাল থেকেই প্রশ্ন ছিল, ভোগান্তির শেষ কবে?

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনি-রবিবার যে চিত্র দেখা গিয়েছিল এসএসকেএম হাসপাতালের ভিতরে, সোমবার সকালে সামান্য হলেও তা বদলাল। এদিন সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগের কাছে বহু মানুষকে আসা-যাওয়া করতে দেখা যায়। পরিষেবা পেতে সংশ্লিষ্ট বিভাগের মুখে মানুষের জটলাও ছিল।
বিশদ

ক্ষমা চাওয়ায় পরিস্থিতি শান্ত
এনআরএসের ধর্না মঞ্চে সংবাদমাধ্যমের বিরুদ্ধে কটু মন্তব্য করায় চিকিৎসককে ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জুনিয়র ডাক্তারদের ধর্না মঞ্চে এসে এক চিকিৎসক সংবাদমাধ্যমের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করায় সোমবার দুপুরে এনআরএস মেডিক্যাল কলেজ হাসপাতালে ব্যাপক উত্তেজনা ছড়ায়।
বিশদ

 বর্ষার আগে জেলার সব সেচবাঁধ, শর্ট কাট চ্যানেলের অবস্থা খতিয়ে দেখার নির্দেশ

 দীপ্তিমান মুখোপাধ্যায়, হাওড়া: জেলার সেচবাঁধ ও শর্ট কাট চ্যানেলগুলির অবস্থা খতিয়ে দেখে পঞ্চায়েত সমিতিগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল জেলা প্রশাসন। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যে বর্ষা ঢুকবে বলে জেলা প্রশাসনের কর্তারা মনে করছেন।
বিশদ

আজ লালবাজারে সিপি’র বৈঠক
মুখ্যমন্ত্রীর নির্দেশে ২৪ ঘণ্টার মধ্যে নয়া সুরক্ষা বিধি কলকাতার হাসপাতালে

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামী ২৪ ঘণ্টার মধ্যে কলকাতার পাঁচটি মেডিক্যাল কলেজ সহ ১৫টি সরকারি হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার খোলনলচে বদল করা হচ্ছে। সোমবার নবান্নে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফল বৈঠকের পর তাঁর নির্দেশ মেনেই এই কাজ শুরু করে দিয়েছে কলকাতা পুলিস।
বিশদ

 মাঝগঙ্গায় তলিয়ে যাওয়া জাদুকরের দেহ উদ্ধার হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মাঝগঙ্গায় ম্যাজিক দেখাতে গিয়ে তলিয়ে যাওয়া জাদুকর চঞ্চল লাহিড়ির দেহ মিলল সোমবার বিকেলে। হাওড়ার রামকৃষ্ণপুর গঙ্গার ঘাটে তাঁর দেহ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিস প্রশাসনকে খবর দেওয়া হয়। দেহটি গঙ্গা থেকে উদ্ধার করতেই দেখা যায়, সেই ব্যক্তির হাত-পা বাঁধা।
বিশদ

এসএসকে-এমএসকে
আন্দোলনকারীদের চাপে ভাঙল পুলিসের ব্যারিকেড, দাবি পূরণ না হলে আগ্রাসী আন্দোলনের হুমকি

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসএসকে-এমএসকে শিক্ষক ও শিক্ষা সহায়কদের আন্দোলন বেশ তীব্র হচ্ছে। সোমবার আন্দোলনকারীদের চাপে ময়ূখ ভবনের সামনে পুলিশের ব্যারিকেড ভেঙে যায়। তাঁরা বিকাশ ভবনের সামনে গিয়ে অবস্থান শুরু করে দেন।
বিশদ

আজ যাচ্ছে সন্দেশখালি
মথুরাপুরে নিহত সিপিএম কর্মীর বাড়িতে বাম-কং পরিষদীয় দল

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লোকসভা নির্বাচনের পর দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের লালপুরে খুন হওয়া সিপিএম কর্মী রাজু হালদারের পরিবারের সঙ্গে দেখা করল বাম ও কংগ্রেসের যৌথ পরিষদীয় দল। সোমবার কংগ্রেস তথা বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে এই প্রতিনিধিদল লালপুর গ্রামে যায়।
বিশদ

রেড রোডের পরিবর্তে রানি রাসমণিতেই অনুমতি
যোগ দিবসের অনুষ্ঠানস্থল নিয়ে দ্বন্দ্ব উদ্যোক্তাদের সঙ্গে লালবাজারের

  নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লালবাজারের অসহযোগিতায় আগামী ২১ জুন বিশ্ব যোগ দিবসে কলকাতার রেড রোডে রাজ্যস্তরের মূল অনুষ্ঠান বাতিল হল। অন্তত এমনটাই অভিযোগ যোগ দিবসের আয়োজক সংস্থা ক্রীড়া ভারতীর রাজ্য সম্পাদক বিভাস মজুমদারের।
বিশদ

 গড়িয়ায় সি-ফাইভ বাস টার্মিনাসে ভাঙচুরে অধরাই দুষ্কৃতীরা

  নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ শহরতলির ব্যস্ততম গড়িয়া সি-ফাইভ বাস টার্মিনাসে ভাঙচুরের ঘটনার প্রায় দেড়-দু’দিন কাটতে চললেও অধরা দুষ্কৃতীরা। সোমবার সন্ধ্যায় পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। সিসিটিভির ফুটেজও সংগ্রহ করা হয়েছে। তবে বাস মালিকদের সংগঠনের দাবি, দীর্ঘদিন ধরে তোলাবাজদের দাপট।
বিশদ

গাড়ুলিয়া পুরসভার সামনে আবির খেলা, বাজি ফাটালেন সমর্থকরা
বিজেপিতে যোগের আর্জি ফিরিয়ে দিয়েছেন কিছু তৃণমূল কাউন্সিলারও

  বিএনএ, বারাকপুর: কাঁচরাপাড়া, হালিশহরের পর এবার গাড়ুলিয়া পুরসভায় থাবা বসাল বিজেপি। বহুদিন ধরে যাঁর বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান ঘটিয়ে সংখ্যাগরিষ্ঠ সদস্য নিয়ে এদিন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা গাড়ুলিয়া পুরসভার চেয়ারম্যান সুনীল সিং বিজেপিতে যোগদান করেন।
বিশদ

 ইমামবাড়ায় অস্ত্রোপচারের পর দু’দিন ডাক্তার না দেখায় বৃদ্ধের মৃত্যু, অভিযোগ

 বিএনএ, চুঁচুড়া: চিকিৎসকদের গাফিলতিতে ফের এক রোগী মৃত্যুর অভিযোগ উঠল। রবিবার রাতে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে মারা যান ক্ষীরোদ বিশ্বাস (৬০)। তিনি পেশায় ট্রেনের হকার। পুলিস জানিয়েছে, গত মঙ্গলবার তিনি হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার তাঁর গলব্লাডারে অপারেশন হয়।
বিশদ

 বিজেপির নামে উচ্ছৃঙ্খল আচরণ করলে হাত-পা ভেঙে দেওয়া হবে, মধ্যমগ্রামে পোস্টার ঘিরে চাঞ্চল্য

  বিএনএ, বারাসত: ২৬ নম্বর ওয়ার্ডে বিজেপির নামে কোনওরকম উচ্ছৃঙ্খল আচরণ করলে মেরে হাত-পা ভেঙে ফেলে দেওয়া হবে। জয়হিন্দ। মধ্যমগ্রাম শহরের ২৬ নম্বর ওয়ার্ডের এহেন হুমকির পোস্টারকে ঘিরে সোমবার এলাকায় চাঞ্চল্য ছড়াল। এই ঘটনার প্রতিবাদে বিজেপি কর্মীরা এদিন গঙ্গানগর রোড অবরোধ করে বিক্ষোভও দেখান।
বিশদ

Pages: 12345

একনজরে
  মুম্বই, ১৭ জুন (পিটিআই): ৬৭ কোটি ৬৫ লক্ষ টাকা ঋণ পরিশোধ করতে ব্যর্থ হওয়ায় বিড়লা সূর্য সংস্থার ডিরেক্টর যশোবর্ধন বিড়লাকে ইচ্ছাকৃত ঋণখেলাপি ঘোষণা করল ইউকো ব্যাঙ্ক। রবিবার এ বিষয়ে জনস্বার্থে নোটিস জারি করেছে তারা। ...

 সৌম্যজিৎ সাহা  কলকাতা: রাজ্যে ক্রমশ কমছে ইঞ্জিনিয়ারিংয়ের আসন। গতবার যেখানে ৩১ হাজারের বেশি আসন ছিল, এবার তা আরও কমে হয়েছে ২৯ হাজার ৬৫৯টি আসন। প্রাথমিক হিসেবে এই তথ্য মিলেছে। যদিও এখনও দু’টি কলেজ এবং কয়েকটি বিষয়ের আসন যুক্ত হওয়ার ...

সংবাদদাতা, কালনা: কালনা ফেরিঘাটের এবার নিলাম হতে অনলাইনে। ইতিমধ্যে কালনা পুরসভার তরফে অনলাইনে নিলামের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১১ জুলাই নিলামের দিন ধার্য করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে নিলাম দর রাখা হয়েছে বাৎসরিক ৫০ লক্ষ টাকা।  ...

  ফিলাডেলফিয়া ও লোয়া, ১৭ জুন (এপি): মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। পার্টি চলাকালীন ফিলাডেলফিয়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক পড়ুয়ার। জখম হয়েছে আরও ৮ জন। রবিবার রাত সাড়ে ১০টার কিছুটা আগে সাউথ সেভেনটি স্ট্রিট এবং রিড বার্ড স্ট্রিটের কাছে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু
১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু
২০০৫- ক্রিকেটার মুস্তাক আলির মৃত্যু
২০০৯- প্রখ্যাত সরোদ শিল্পী আলি আকবর খানের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৯ টাকা ৭০.৬৮ টাকা
পাউন্ড ৮৬.৩৪ টাকা ৮৯.৫৫ টাকা
ইউরো ৭৬.৭৯ টাকা ৭৯.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,০৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ আষা‌ঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২৩/৫৮ দিবা ২/৩১। মূলা ১৭/১৬ দিবা ১১/৫০। সূ উ ৪/৫৬/০, অ ৬/১৮/৫৪, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে ৪/৩১ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ২/৬ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৭ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৩৯ গতে ৮/৫৮ মধ্যে। 
২ আষাঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২২/২২/৩৮ দিবা ১/৫২/৩৩। মূলানক্ষত্র ১৭/২৭/২৯ দিবা ১১/৫৪/৩০, সূ উ ৪/৫৫/৩০, অ ৬/২১/২৮, অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে ও ৯/২৭ গতে ১২/৮ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/২ গতে ২/৯ মধ্যে, বারবেলা ৬/৩৬/১৫ গতে ৮/১৬/৫৯ মধ্যে, কালবেলা ১/১৯/১৩ গতে ২/৫৯/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৪০/৪৩ গতে ২/৫৯/৫৯ মধ্যে। 
মোসলেম: ১৪ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। বৃষ: কর্মসূত্রে সন্তানের দূরে যাবার সম্ভাবনা। মিথুন: কাজের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু২০০৫- ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: আফগানিস্তানকে ১৫০ রানে হারাল ইংল্যান্ড

10:48:34 PM

স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা, চালু কলকাতা পুলিসের হেল্প লাইন 
গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যার ...বিশদ

09:48:24 PM

বিশ্বকাপ: আফগানিস্তান ৮৬/২ (২০ ওভার) 

08:17:00 PM

দার্জিলিং পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার 

08:08:39 PM