উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
অন্যদিকে, শনিবার সকালে ওয়েস্ট ডেস মইনসে গুলিবিদ্ধ হয়ে দুই কিশোর সহ চার ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু হয়েছে। মৃতরা হলেন, চন্দ্রশেখর সুনকারা (৪৪), লাবণ্য সুনকারা (৪১) এবং ১৫ ও ১০ বছর বয়সি দুই বালক। তাঁদের বাড়িতে বসবাসরত অতিথিদের পক্ষ থেকে ঘটনাটি পুলিসকে জানানো হয়েছে। সেইমতো ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওয়েস্ট ডেস মইনস পুলিস শাখার সার্জেন্ট ড্যান ওয়েড বলেন, ‘যতক্ষণ না পর্যন্ত কোনও তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং অপরাধীকে গ্রেপ্তার করা হচ্ছে, ততক্ষণ আমরা তদন্ত চালাব।’ তবে, খুনের পিছনে প্রকৃত কারণ কী, সে ব্যাপারে কিছু জানা যায়নি। কোনও সন্দেহভাজনকেও চিহ্নিত করা যায়নি।