প্রথম দুটো সিজনের অসাধারণ সাফল্যের পর আকাশ আট চ্যানেলে শুরু হল কথায় গানে সাজানো দ্য লেজেন্ডস সিজন থ্রি। ১৩ জুন থেকে শুরু হয়েছে এইবারের মরশুম। তিন নম্বর সিজনে অনেক নতুনত্ব থাকছে। তবে এই সিজনের সবচেয়ে বড় চমক উপস্থাপক বদল। লেজেন্ডসের প্রথম দুই সিজনের সঞ্চালক ছিলেন শ্রীজাত। তাঁর জায়গায় তৃতীয় সিজনে সঞ্চালকের দায়িত্বে রয়েছেন দেবশঙ্কর হালদার। প্রথমবার এই ধরনের কোন মিউজিক্যাল শো সঞ্চালনা করছেন তিনি। সম্প্রতি আকাশ আট চ্যানেলের অফিসে অনুষ্ঠানটির প্রচারে সাংবাদিক বৈঠকে চ্যানেলের কর্ণধার অশোক সুরানা বললেন,‘লেজেন্ডস থ্রিতে নতুনত্ব আনতে অনেক কিছু বদল ঘটেছে। সেই বদলের চিন্তা ভাবনা থেকেই শোটির সঞ্চালক পরিচালক সকলেই বদলেছেন।’ এবার শোটি পরিচালনার দায়িত্বে রয়েছেন সুগত চট্টোপাধ্যায়, যিনি ইতিপূর্বে এই চ্যানেলে গানফাইট পরিচালনা করেছেন। পরিচালক সুগতর দাবি, ‘শোয়ের সেট ডিজাইন থেকে শ্যুটিং ফরম্যাট সবকিছুতেই নতুনত্ব রয়েছে এই সিজনে। আগের দুই সিজনে অ্যাংকর ও গানের অংশ আলাদা শ্যুট হতো। ফলে একটা গ্যাপ থেকে যাচ্ছিল। এবার তার বদলে দুটি অংশ একযোগে ক্যামেরাবন্দি হচ্ছে। এর ফলে উপস্থাপক আর শিল্পীর যৌথ প্রচেষ্টায় পর্বগুলি অনেক সুন্দর হবে।’ সিজন থ্রিতে প্রতি পর্বে একাধিক লেজেন্ডকে নিয়ে অনুষ্ঠান হবে। সেইসঙ্গে লেজেন্ডদের কর্মজীবন ও ব্যক্তিজীবনের নানা অজানা গল্প শোনা যাবে উপস্থাপকের বয়ানে। এবারের লেজেন্ডদের তালিকায় রয়েছেন-কিশোরকুমার,লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায়, জগজিৎ সিং, হেলেন, উত্তমকুমার-সুচিত্রা সেন-সুপ্রিয়া দেবী, গৌতম চট্টোপাধ্যায়, পঙ্কজ উদাস, কুমার শানু, বাপি লাহিড়ী, মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, লালন ফকির, অপর্ণা সেন, ঋষি-নীতু কাপুর প্রমুখ। এই প্রখ্যাত ব্যক্তিদের গানে গানে শ্রদ্ধা জানাবেন রূপঙ্কর, জোজো, সিধু্, শোভন, অন্বেষা, উজ্জয়িনী, কিঞ্জল, অদৃজা, মধুশ্রীরা। রূপঙ্কর লেজেন্ডসের আগের দুই পর্বের মতো এই সিজনেও থাকছেন। তিনি জগজিৎ সিংয়ের গজল শোনাবেন।
জোজো আর সিধু অবশ্য প্রথমবার লেজেন্ডসের সঙ্গে যুক্ত হলেন। ‘আমি হেলেনজির গান শোনাব। কিছু কিছু পরীক্ষায় ভালো ফল করতেই হয়। আমার কাছে হেলেনজির গান গাওয়াটা তেমনি একটি চ্যালেঞ্জ’ বললেন জোজো। সিধু গানে গানে শ্রদ্ধা জানাবেন তাঁর পছন্দের শিল্পী গৌতম চট্টোপাধ্যায়কে। ‘গৌতম চট্টোপাধ্যায়ের গান আমি নিয়মিত গেয়ে থাকি। তবে এই অনুষ্ঠান তাঁর নিজস্ব গানের সঙ্গে মহীনের ঘোড়াগুলির সম্পাদিত গানও গাইতে পারি’, বললেন সিধু। সবশেষে পাওয়া গেল এই শোয়ের সঞ্চালক দেবশঙ্কর হালদারকে। তিনি মিউজিক্যাল শোয়ের কাণ্ডারী হওয়ার ব্যাখ্যা দিলেন নিজেই। ‘অনুষ্ঠানে যেসব গান হচ্ছে সেগুলো বহুবার শুনেছি। কিন্তু সেই গানের পিছনের ইতিহাস বা শিল্পীর জীবনের অজানা কাহিনী যখন সামনে আসছে তখন দর্শককে তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে নিজেও সমৃদ্ধ হচ্ছি। আশা করি, সকলের ভালো লাগছে,’ বললেন দেবশঙ্কর হালদার। তাঁর কথা থেকে ধার নিয়েই শেষে বলা চলে—লেজেন্ডসের প্রথম দুই সিজন যদি গ্রীষ্ম ও বর্ষা হয়ে থাকে তবে নতুন সিজন শরৎ না হেমন্ত তা তো সময় বলবে। তবে প্রতি ঋতুর মতো এই ঋতুও স্বাদে গন্ধে অন্যের থেকে স্বতন্ত্র। অনুষ্ঠানটি আকাশ আট চ্যানেলে দেখা যাচ্ছে।
মানসী নাথ
ছবি: ডি ডি সাহা