উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
ছবিটি ভালোবাসা অন্বেষণের গল্প বলে। এর অসামান্য গল্প দর্শকদের হৃদয় স্পর্শ করতে পেরেছে এবং ভারতীয় দর্শকদের পছন্দও হয়েছে। সমালোচকদের বাহবাও পেয়েছে ছবিটি। অনেকেই এই ছবিতে বরুণ এবং অনুষ্কার অভিনয়কে তাঁদের কেরিয়ারের অন্যতম সেরা অভিনয় বলে অভিহিত করেছেন। গ্রামের এক দম্পতির গল্প যারা অনেক বড় ব্যবসা শুরু করার স্বপ্ন দেখে।
‘দম লাগাকে হ্যায়সা’-র পরে এই ছবি জাতীয় পুরস্কারপ্রাপ্ত প্রযোজক মণীশ শর্মা এবং পরিচালক শরত্ কাটারিয়াকে একই ছাতার তলায় আরও একবারের জন্য নিয়ে আসতে পেরেছিল। বরুণ জানিয়েছেন,‘আমরা ছবিটি হৃদয় দিয়ে তৈরি করেছি। গল্পটা খেটে খাওয়া মানুষদের নিয়ে তৈরি। আমি ফেস্টিভ্যালে দর্শকদের প্রতিক্রিয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ অনুষ্কার মতে, ‘এটা খুবই আনন্দের যে প্রতিযোগিতায় আমাদের ছবিটি মনোনীত হয়েছে। এই ঘটনা বলে দেয় ভালো বিষয়বস্তু সমস্ত ভাষা এবং সংস্কৃতিকে উত্তীর্ণ করতে পারে।’ দ্য সাংহাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল – দ্য বেল্ট অ্যান্ড রোড ফিল্ম উইক শুরু হয়েছে ১৫ জুন।