ইংরেজি কিংবা হিন্দি ভাষায় টেলিভিশনের পর্দায় বাচ্চাদের জন্য চ্যানেল দেখে আমরা অভ্যস্ত। সাধারণত বাংলা চ্যানেলগুলোতে বাচ্চাদের জন্য নির্ধারিত কিছু সময়ে অনুষ্ঠান দেখানো হয়। এবার আর ‘কিছু সময়’ নয়, বাচ্চাদের জন্য বাংলা ভাষায় আস্ত ২৪ ঘণ্টার চ্যানেল ‘রঙিন টিভি’ নিয়ে এল বিশ্বাস মিডিয়া সলিউশনস প্রাঃ লিঃ। আপাতত মোট দশটি শো চ্যানেলে দেখানো হবে। সোম থেকে শুক্র দুপুর ১২ এবং সন্ধে ৬টায় দেখানো হবে অ্যানিমেশন শো ‘রামায়ণ কথা’। গপুদা থাকছে তার মজার গল্প নিয়ে সোম থেকে শুক্র দুপুর সাড়ে বারোটা এবং সাড়ে ছটায় ‘জিও গপুদা’তে। খুদেদের নিয়ে থাকছে অভিনব রান্নার অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সঞ্চালনা করছেন তানিয়া। অডিশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ‘ফাঙ্গামা’তে থাকছে খুদেদের সঙ্গে গেম শো। আরজে সায়ন নিয়ে আসছেন ‘ফান টাইম’, এখানে দেশ-বিদেশের নানা রকমের মজার ভিডিও দেখানো হবে। শনি আর রবিবার থাকছে পুতুল নাচের অনুষ্ঠান ‘পির পাখির কিসসা’। ম্যাজিশিয়ান অরিন্দম রাস্তায় ঘুরে ঘুরে ছোটদের ম্যাজিক দেখাবেন। রঙিন টিভির পর্দায় এই ম্যাজিক শো দেখা যাবে শনিবার সকাল দশটায় এবং বিকেল সাড়ে চারটেতে। রবিবার সকাল সাড়ে এগারোটা এবং বিকেল সাড়ে পাঁচটায় দেখা যাবে স্কেচ অ্যানিমেশন শো ‘অ্যাডভেঞ্চার UNLIMITED’। প্রতি শনিবার দুপুর বারোটায় রামায়ণের কিছু অজানা কথা নিয়ে দেখানো হবে ‘মুভিতে মহাকাব্য’।
নিঃসন্দেহে এই মুহূর্তে ছোটদের কথা ভেবে এই উদ্যোগ প্রশংসার যোগ্য। চ্যানেলের কর্ণধার শমিক বিশ্বাস জানিয়েছেন, দীর্ঘদিনের প্রচেষ্টার ফল এই রঙিন টিভি। আগামী দিনে আরও বিভিন্ন ধরনের অনুষ্ঠান নিয়ে আসতে চলেছেন তাঁরা।
নিজস্ব প্রতিনিধি