উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
এই ভজন সঙ্গীত শিল্পী জানিয়েছেন বিগ বসের আগামী সিজনেও তিনি থাকছেন। তবে প্রতিযোগী হিসেবে নয়। তিনি জানিয়েছেন, এই শোয়ের সঞ্চালকের ভূমিকায় তাঁকে দেখা গেলেও যেতে পারে। অনুপের সঙ্গে থাকবেন সলমন খান। এই বছরেও যদি তাঁকে কারও সঙ্গে জুড়ি হিসেবে যেতে হয়, তাহলে তিনি ক্যাটরিনা কাইফকেই বেছে নেবেন। এর সঙ্গে অনুপ তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে ওঠা জল্পনা প্রসঙ্গে বলেছেন, জাসলিনের সঙ্গে বিগ বসে প্রবেশ করার আইডিয়া জাসলিনের বাবার ছিল। তিনি চেয়েছিলেন গুরু-শিষ্য যেন একসঙ্গে প্রবেশ করে।
অনুপ জালোটা কিছুদিন আগেই সোমি খান এবং দীপক ঠাকুরের সঙ্গে ‘কেশরিয়া বালম’ বলে একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন।