Bartaman Patrika
শিক্ষা-কেরিয়ার
 

বাংলা পঠনপাঠনের শতবর্ষ 

নীলরতন সরকার: ১৯১৯-এ মূলত বাংলা ভাষা ও সাহিত্যকে কেন্দ্র করে গড়ে ওঠা আধুনিক ভারতীয় ভাষা বিভাগ থেকেই পরে বঙ্গভাষা ও সাহিত্য বিভাগের উন্মেষ। সেই হিসেবে এই বছরটা প্রাতিষ্ঠানিক বাংলা পঠনপাঠনের শতবর্ষ। একশো বছর পরেও বাংলার ছাত্রছাত্রীদের নিয়ে অনেকের মধ্যেই এই একটা ভুল ধারণা রয়েছে— বাংলা পড়ছে মানেই সে স্থানীয়স্তরের সাহিত্যিক। সেই কারণেই পাড়াপড়শিদের খোকাখুকি হলে, সাহিত্যের ছাত্রছাত্রীদের কাছে নামকরণের জন্য আবদার আসে। এই কথাটা গোড়াতেই মাথায় ঢুকিয়ে নেওয়া ভালো যে, আর পাঁচটা বিষয়ের মতো বাংলাও একটা বিদ্যায়তনিক পরিসর। এর নিজস্ব কিছু নিয়মকানুন আছে এবং কোর্স হিসেবে বাংলা পড়ানোর উদ্দেশ্য সাহিত্যিক বানানো নয়। বাংলা ভাষার প্রথিতযশা সাহিত্যিকদের বেশিরভাগই কলেজ-বিশ্ববিদ্যালয়স্তরে বাংলা পড়েননি। মোদ্দা কথা, কলেজ-বিশ্ববিদ্যালয়ে বাংলা পড়া আর সাহিত্যিক হওয়ার মধ্যে স্থির কোনও সম্পর্ক নেই।
এই কোর্সের একমাত্র লক্ষ্য সাহিত্য তথা সমাজ ও জীবনকে ভালোভাবে বুঝতে শেখা। সাহিত্যের ভালোমন্দের কারণগুলোকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করবার পথগুলো চিনে নেওয়া। এবার মুশকিল হল, বাংলা ভাষাটা আমরা মায়ের কোলে বসেই শিখে ফেলি। আবার স্কুলে যাওয়ার আগেই একটু আধটু বাংলা পড়তে শিখে যাই। এমনকী পরীক্ষার পর বা লেখাপড়ার চাপ একটু কম থাকলে বাংলা গল্প-উপন্যাসও হয়তো খুলে বসি। তাহলে ছেলেবেলা থেকে যা সহজাতভাবে পেয়েছি, সেই বিষয়েই স্কুলে একযুগ ধরে রাশি রাশি বানান, ব্যাকরণ, গদ্যপদ্য পড়ে দিব্যি সব লিখতে পড়তে শিখে ফেলার পর উচ্চশিক্ষার বাংলায় আর শেখার কী থাকে?
স্কুলের বাংলা পড়ায় ঝোঁক থাকে মূলত বাংলা ভাষাশিক্ষার উপর আর অবসরের পড়ায় আমরা পেতে চাই সাহিত্য পাঠের আনন্দ। আর উচ্চশিক্ষায় এই দুটোকে শুধু মেলালেই চলবে না। সাহিত্য পাঠ করে আমরা যে আনন্দ পাই তার কারণটাও আমাদের সুনিশ্চিতভাবে জানা চাই। তাই বাংলা ভাষা, তার ব্যাকরণ, শব্দভাণ্ডার ইত্যাদি সম্পর্কে জ্ঞান থাকাই যথেষ্ট নয়, সাহিত্যের ভালো সমঝদারও হতে হবে। কোনও একটি রচনা কোন কোন উপাদান ও কী উপায়ে সাহিত্য হয়ে-উঠল এই প্রশ্নের মোকাবিলা করে স্নাতক পর্যায়ের পাঠক্রম। পাঠক্রমকে সেইভাবেই ভাগ করা হয়। ভাষা শিক্ষার পাশাপাশি হাজার বছরের বাংলা সাহিত্য থেকে প্রতিনিধিস্থানীয় কয়েকটি টেক্সট পাঠ্যতালিকায় নিয়ে আসা হয়, পাশাপাশি পরিচয় করিয়ে দেওয়া হয় সাহিত্যের ইতিহাস ও সাহিত্যবিচারের বিভিন্ন পদ্ধতির সঙ্গেও।
বাংলা পড়ার জন্য
পশ্চিমবঙ্গের প্রায় সবকটি কলেজ ও বিশ্বভারতী, প্রেসিডেন্সি, যাদবপুর, রবীন্দ্রভারতী ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে সরাসরি স্নাতকস্তরে পঠনপাঠন চলে। এছাড়াও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে দূরশিক্ষার মাধ্যমে পঠনপাঠন করা যেতে পারে। একটা বিষয়ে আশ্বস্ত হওয়া চলে যে, বাংলায় উচ্চশিক্ষা লাভের প্রতিষ্ঠানের অভাব বাংলায় নেই এবং তাতে সুযোগ পাওয়ার ক্ষেত্রেও খুব বড়সড় বাধা আসে না।
এবারে আমাদের প্রথম কাজ পাঠক্রমটিকে ঠিক ঠিক করে বুঝে নেওয়া। এই সময়ে দাঁড়িয়ে এটা খুব জরুরি, কারণ সাবেক কালের পঠনপাঠনে সম্প্রতি ভালোরকম রদবদল ঘটে গিয়েছে। যে কোনও বিশ্ববিদ্যালয়ের পাঠক্রমে চোখ বুলিয়েই তা বুঝতে পারি। আগে তিন বছরে দুটো বা তিনটে আলাদা পরীক্ষায় ছাত্রছাত্রীকে সব মিলিয়ে মুখোমুখি হতে হতো মোট ১৫৫০ নম্বরের। তার মধ্যে অনার্স ৮০০। আর এখন সেমেস্টার পদ্ধতিতে তিন বছরে মোট ছয়টি পরীক্ষায় শুধু অনার্সের জন্যই ১৪৫০ নম্বরের মোকাবিলা করতে হবে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম (সি.বি.সি.এস)। ১০৫০ নম্বরের নির্ধারিত পাঠ্যসূচির বাইরে ৪০০ নম্বরের পাঠ্যবস্তু আমরা নিজেরাই পছন্দমতো নির্বাচন করে নিতে পারি।
মনে রাখতে হবে আমাদের স্নাতক স্তরের পাঠই পরবর্তী শিক্ষার বুনিয়াদ তৈরি করে দেবে। সেই কারণে প্রথম থেকেই আমাদের সচেতন হওয়া জরুরি। সবার আগেই আমাদের দরকার একটা ভালো অভিধান, যেখানে বাংলা শব্দের বুৎপত্তি সহ অর্থ দেওয়া থাকবে। দরকার একটা সাহিত্যের ইতিহাস বই। সাহিত্যের বিচার করতে হলে তো তার ইতিহাসটা জানা চাই! এবার পাঠ্য বইগুলো সংগ্রহ করা। হাজার বছরে বাংলা ভাষায় যত সাহিত্য রচিত হয়েছে তার অতি সামান্য অংশই সিলেবাসের অন্তর্ভুক্ত হওয়া সম্ভব। তাই শুধুমাত্র সেই বিশেষ গল্প-উপন্যাসে আটকে থাকলেই চলবে না। ধরা যাক শ্রীকান্ত উপন্যাসের প্রথম পর্বটি পাঠ্য রয়েছে। তাই বলে কি আমরা কেবল প্রথম পর্বেই আটকে থাকব? আমরা কি শ্রীকান্তর পরবর্তী জীবনকথা জানতে চাইব না? বা শরৎচন্দ্রর অন্য লেখালিখির কোনও খবর রাখব না? একই কথা সবার সম্বন্ধেই বলা চলে।
সিলেবাসে শুধুই প্রতিনিধি স্থানীয় একটি বা দু’টি নমুনামাত্র অন্তর্ভুক্ত থাকে। নমুনা পেরিয়ে সামগ্রিকভাবে সেই রচয়িতা সম্পর্কে জানার জন্য তাঁর অন্য উল্লেখযোগ্য বইগুলির খবর রাখা চাই, রচয়িতার জীবনদর্শন সম্পর্কে যেমন স্পষ্ট ধারণা থাকা দরকার, তেমনই রচনার সমকালীন আর্থ-সামাজিক-রাজনৈতিক আবহ সম্পর্কে সম্যক ধারণা থাকা চাই। এর জন্য ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, মনোবিজ্ঞান ইত্যাদি বিষয়ের ন্যূনতম খবরাখবর রাখা জরুরি। বিগত কয়েক বছরে বাংলা পড়ুয়াদের কাছে এই আন্তর্বিভাগীয় পরিসর ক্রমশ উন্মোচিত হচ্ছে। এমনকী অন্য বিষয়ের বিদ্বানরাও বাংলা সাহিত্য বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেছেন। এ সব কিছুর পরিচিতির জন্য অবশ্যই যোগাযোগ বাড়াতে হবে বিভিন্ন রকম বইয়ের সঙ্গে। শুধু ব্যক্তিগত সংগ্রহ বা কলেজ লাইব্রেরির উপর ভর করলে চলবে না। এর জন্য অবশ্যই প্রসিদ্ধ কোনও গ্রন্থাগারে যাতায়াত থাকা চাই। মনে রাখতে হবে সাহিত্য-রচনার মতো সাহিত্যপাঠ ও তার সমালোচনাও একটি সৃজনশীল কাজ। শিক্ষার্থী প্রথম থেকেই এই সৃষ্টির আনন্দ পেলে সে নিজেই খুঁজে নেবে তার পথ।
বাংলা পড়ার পর
তিন বছরে তো স্নাতক হয়ে গেলাম। এরপর? পরের ধাপটা আরও সচেতনভাবে বেছে নিতে হবে। এই তিন বছরেই আমরা বুঝে যাব সাহিত্যপাঠ বা সৃজনশীলতার কাজে আমরা আনন্দ পাচ্ছি কি না? বা সাহিত্য নিয়ে চর্চা করেই আমি পরবর্তী জীবন কাটাতে চাই কি না? যদি না চাই তো এই পথের সমাপ্তি এখানেই। বৃহত্তর জীবন সংগ্রামের জন্য অন্য পথ খুঁজে নিতে হবে আমাদের। তা সরকারি-বেসরকারি বিভিন্ন চাকরি হতে পারে, বা হতে পারে স্বনির্ভর কোনও পন্থা। কারণ স্কুল-কলেজে শিক্ষকতা বা গবেষণা ছাড়া স্নাতকোত্তর শিক্ষার প্রয়োজন প্রত্যক্ষভাবে পড়ে না। কলা বিভাগের যে কোনও শাখার স্নাতক ছাত্রছাত্রীরা সরকারি-বেসরকারি চাকরিতে যে যে সুযোগ পায়, বাংলার ছাত্রছাত্রীরা তার থেকে বেশি বই কম সুযোগ পায় না। বেশি কারণ সংবাদপত্র, প্রকাশনা সংস্থা ইত্যাদিতে সাহিত্যের ছাত্রছাত্রীদেরই সুযোগ তুলনামূলকভাবে বেশি।
আর যারা শিক্ষকতা বা গবেষণায় আসতে চায় তাদের স্নাতকোত্তর পর্যায়ের পঠনপাঠনের প্রস্তুতি নিতে হবে। স্নাতকোত্তর পর্যায়ের বাংলা পড়ার সুযোগ পশ্চিমবঙ্গের প্রায় সবকটি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বিভিন্ন কলেজেও পাওয়া যেতে পারে। এছাড়া রবীন্দ্রভারতী, কল্যাণী, বর্ধমান, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের মুক্ত শিক্ষার বন্দোবস্ত রয়েছে।
বাংলায় গ্র্যাজুয়েট হয়ে স্নাতকোত্তর শিক্ষাও যে বাংলাতেই করতে হবে, এরও কোনও মানে নেই। বাংলায় বিএ পাশ করে বাংলা ছাড়াও আরও কয়েকটি বিষয়ে এমএ পড়া যেতে পারে। তাও এই রাজ্যেই। এর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য বা কলকাতা বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক ভারতীয় ভাষা ও সাহিত্য, কলকাতা ও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিদ্যা। এছাড়া পালি, বুদ্ধিস্ট স্টাডিজ, ফিল্ম স্টাডিজ সহ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সেস-এ স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা এগিয়ে নেওয়া যেতে পারে, যা আমাদের সামনে খুলে দিতে পারে বিস্তীর্ণ এক পরিসর।
নতুন এই সিবিসিএস পদ্ধতির পাঠ্যসূচিতে এই বিষয়গুলিতে যেমন গুরুত্ব দেওয়া হয়, তেমনি প্রায়োগিক শিক্ষার বিষয়, যেমন চিত্রনাট্য রচনা, গ্রাফিক্স ও কম্পিউটারের প্রয়োগ, ডিটিপি-প্রকাশনা ইত্যাদি বিশেষভাবে গুরুত্ব লাভ করেছে, যা এতদিন বাংলা অনার্স পাঠ্যসূচিতে অবহেলিত ছিল। প্রথম থেকে এই সব বিষয়গুলি নজরে রাখলে পরবর্তী কেরিয়ার নিয়ে দুর্ভাবনা থাকবে না।
সোশ্যাল মিডিয়ার বুদ্ধিজীবীরা যতই বাংলা ভাষা ও বাংলা বিদ্যাচর্চার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হোন না কেন, যে-ভাষায় এখনও পৃথিবীর প্রায় পঁচিশ কোটি মানুষ ভাব বিনিময় করছে, যে ভাষায় প্রায় প্রতিদিন একাধিক বই প্রকাশিত হচ্ছে, সেই ভাষা ও তার সাহিত্যকে ঘিরে গড়ে ওঠা একটা বিদ্যায়তনিক পরিসর অচিরেই মুখ থুবড়ে পড়তে পারে না।
(লেখক কাঁথি প্রভাত কুমার কলেজের সহকারী অধ্যাপক) 
17th  June, 2019
 মেডিক্যাল ফেয়ার

  সম্প্রতি সরস্বতী অনলাইন ডট কম সংস্থার তরফে দু’দিনব্যাপী তৃতীয় মেডিক্যাল এডুকেশন ফেয়ার-এর আয়োজন করা হয়েছিল। মেলার উদ্বোধন করেন প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন সংস্থার প্রধান উপদেষ্টা পার্থসারথি গঙ্গোপাধ্যায়।
বিশদ

17th  June, 2019
নিট সর্বভারতীয় কোটায় কাউন্সেলিং শুরু ১৯ জুন 

 এমবিবিএস এবং বিডিএস-এর ১৫ শতাংশ সর্বভারতীয় কোটার আসনে এআইকিউ, ডিমড, সেন্ট্রাল ইউনিভার্সিটি, ইএসআইসি এবং এএফএমসিতে ভর্তির জন্য অন লাইন কাউন্সেলিং শুরু হচ্ছে ১৯ জুন থেকে। দু’টি রাউন্ডে এবং মপ আপ রাউন্ডের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পূর্ণ হবে।   বিশদ

17th  June, 2019
এবার শিখতে শিখতে উপার্জন 

এতদিন আমাদের অভিভাবক এবং ছাত্রদের ধারণা ছিল শিক্ষা চলাকালীন অর্থ উপার্জন অসম্ভব। আধুনিক শিক্ষা ব্যবস্থা বলছে সম্পূর্ণ অন্য কথা। বই পাঠের পাশাপাশি এখন জরুরি হাতেকলমে শিক্ষা।   বিশদ

17th  June, 2019
 নৃতত্ত্ববিদ্যা নিয়ে বিএসসি

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে তিন বছরের নৃতত্ত্ববিদ্যা নিয়ে বিএসসিতে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। অন লাইনে আবেদন করা যাবে ১৬ জুন পর্যন্ত।
বিশদ

10th  June, 2019
 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি শুরু

 যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টসে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার শেষ তারিখ ১৩ জুন। এবং সায়েন্সের ক্ষেত্রে ১৮ জুন। ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হবে। বিশদ

10th  June, 2019
 এমবিএ কোর্সে ভর্তি হওয়া যাচ্ছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে

 স্নাতক হলে এবং সিম্যাট, ম্যাট, ক্যাট, এটিএমএ, জেএমইটি, এক্সএটি বা ডব্লুবিজেইএমএটি, এনবিইউএমএটি – ২০১৯ এর স্কোর থাকলে আবেদন করা যাবে। বিশদ

10th  June, 2019
 বিএ এলএলবি কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে

কলকাতা বিশ্ববিদ্যালয় পাঁচ বছরের বিএ এলএলবি কোর্সে ভর্তির প্রক্রিয়া শুরু করেছে। অন লাইনে আবেদনপত্র জমা দেবার শেষ তারিখ ১৬ জুন। আবেদন করার জন্য ৫০০ টাকা লাগবে। 
বিশদ

10th  June, 2019
ইঞ্জিনিয়ারিংয়ের কোন শাখায়, ভেবে ফেলতে হবে এখনই

  রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার ফল প্রকাশিত হবে ২ জুলাই। তার পরেই শুরু হবে কাউন্সেলিং প্রক্রিয়া। কিন্তু ছাত্রছাত্রীরা কোন বিষয় নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়বেন, সে ব্যাপারে কিন্তু এখনই সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে। যদিও, জয়েন্টের র‌্যাঙ্কের উপর বিষয়টা নির্ভর করছে।
বিশদ

10th  June, 2019
 সাইবার সিকিউরিটি সংক্রান্ত কর্মশালা

সম্প্রতি তিনদিন ব্যাপী কর্মশালা হয়ে গেল এনএসএইচএম নলেজ ক্যাম্পাস কলকাতায়। কর্মশালার বিষয় ছিল ‘সাইবার সিকিউরিটি’। আমাদের বর্তমানে ডিজিটাল দুনিয়ায় ইন্টানেটের ব্যবহার এমনিতেই খুব বেড়ে গিয়েছে আর সেই ইন্টারনেট ব্যবহারের সুযোগে জানলা গলে এদিক ওদিক দিয়ে আমাদের ব্যক্তিগত জীবনে আগমন ঘটছে তৃতীয় ব্যক্তির।
বিশদ

10th  June, 2019
সৃজনশীল পেশা শেফ

 ইন্দ্রনীল চৌধুরী: বর্তমান যুগে প্রায় বেশিরভাগ তরুণ-তরুণীই শিক্ষাজীবন শেষেই তাদের নিজের কেরিয়ার গড়তে চায়। আর কেরিয়ার বিবেচনা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল সেই পেশায় চাকরির নিশ্চয়তা। আরও অনেক সুযোগ-সুবিধা বিবেচনা করেই বর্তমানে শেফ পেশাটি চলে এসেছে মানুষের আলোচনার শীর্ষে।
বিশদ

10th  June, 2019
 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি শুরু

 উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির জন্য অনলাইন প্রক্রিয়াতে দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইন আবেদন করা যাবে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশের ২০ দিন পর পর্যন্ত। এখান থেকে যে যে বিষয়গুলি পড়া যাবে সেগুলি হল— এগ্রিকালচারে চার বছরের বিএসসি, চার বছরের হর্টিকালচার।
বিশদ

03rd  June, 2019
 বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তি

অনলাইন এবং অফলাইন দুই প্রক্রিয়াতেই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকস্তরে ভর্তির দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইন পেমেন্টের শেষ তারিখ ১৫ জুন ২০১৯ এবং অফলাইন পেমেন্টের শেষ তারিখ ১৮ জুন ২০১৯।
বিশদ

03rd  June, 2019
প্যারামেডিক্যাল কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ

 রাজ্য সরকারের স্টেট মেডিক্যাল ফ্যাকাল্টি স্বীকৃত বারোটি প্যারামেডিক্যাল বিষয়ের উপর দু’বছরের ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। ২৬ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। পনেরোটি মেডিক্যাল কলেজে এবং আটাশটি প্রতিষ্ঠানে বিষয়গুলি পড়ানো হবে।
বিশদ

03rd  June, 2019
 ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স অব ইন্ডিয়ার স্মারকচুক্তি স্বাক্ষর

সম্প্রতি ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স অব ইন্ডিয়াতে শহরের বিশিষ্ট কিছু মানুষ স্বাক্ষর করলেন স্মারকচুক্তি। বিশদ

03rd  June, 2019
একনজরে
 রিও ডি জেনেইরো, ১৭ জুন: কোপা আমেরিকার প্রথম ম্যাচে বলিভিয়ার চ্যালেঞ্জ সহজেই অতিক্রম করেছে ব্রাজিল। বুধবার সকালে (ভারতীয় সময়) গ্রুপ-এ’র দ্বিতীয় ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি ...

  চেন্নাই, ১৭ জুন: তামিলনাড়ু পুলিসের এক সাব-ইন্সপেক্টরের বিশেষ রিপোর্টের ভিত্তিতে তিন আইএস সমর্থনকারীকে গ্রেপ্তার করল বিশেষ তদন্তকারী শাখা (এনআইএ)। ওই তিনজন কোয়েম্বাটোরের বিভিন্ন ধর্মীয়স্থানে আত্মঘাতী হামলার ছক করেছিল বলে পুলিসের দাবি। ধৃতদের নাম মহম্মদ হুসেন, শাহজাহান এবং শেখ সইফুল্লা। ...

সংবাদদাতা, আলিপুরদুয়ার: বিধানসভা ভোটের দিকে লক্ষ্য রেখে আলিপুরদুয়ারে জেলা জুড়ে ফের সদস্য সংগ্রহ অভিযানে নামছে বিজেপি। কিভাবে এই সদস্য সংগ্রহ হবে তার জন্য প্রশিক্ষণ নিতে দলের জেলা ও মণ্ডল কমিটির চার নেতার নাম কলকাতায় পাঠানো হয়েছে।   ...

সংবাদদাতা, কালনা: কালনা ফেরিঘাটের এবার নিলাম হতে অনলাইনে। ইতিমধ্যে কালনা পুরসভার তরফে অনলাইনে নিলামের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ১১ জুলাই নিলামের দিন ধার্য করা হয়েছে। পুরসভার পক্ষ থেকে নিলাম দর রাখা হয়েছে বাৎসরিক ৫০ লক্ষ টাকা।  ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু
১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু
২০০৫- ক্রিকেটার মুস্তাক আলির মৃত্যু
২০০৯- প্রখ্যাত সরোদ শিল্পী আলি আকবর খানের মৃত্যু  



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৮.৯৯ টাকা ৭০.৬৮ টাকা
পাউন্ড ৮৬.৩৪ টাকা ৮৯.৫৫ টাকা
ইউরো ৭৬.৭৯ টাকা ৭৯.৭৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৩৩,৩২৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩১,৬১৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩২,০৯০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৩৭,১০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৩৭,২০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

৩ আষা‌ঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২৩/৫৮ দিবা ২/৩১। মূলা ১৭/১৬ দিবা ১১/৫০। সূ উ ৪/৫৬/০, অ ৬/১৮/৫৪, অমৃতযোগ দিবা ৭/৩৬ মধ্যে পুনঃ ৯/২৩ গতে ১২/৩ মধ্যে পুনঃ ৩/৩৮ গতে ৪/৩১ মধ্যে। রাত্রি ৭/১ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ২/৬ মধ্যে, বারবেলা ৬/৩৭ গতে ৮/১৭ মধ্যে পুনঃ ১/১৮ গতে ২/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৩৯ গতে ৮/৫৮ মধ্যে। 
২ আষাঢ় ১৪২৬, ১৮ জুন ২০১৯, মঙ্গলবার, প্রতিপদ ২২/২২/৩৮ দিবা ১/৫২/৩৩। মূলানক্ষত্র ১৭/২৭/২৯ দিবা ১১/৫৪/৩০, সূ উ ৪/৫৫/৩০, অ ৬/২১/২৮, অমৃতযোগ দিবা ৭/৪০ মধ্যে ও ৯/২৭ গতে ১২/৮ মধ্যে ও ৩/৪২ গতে ৪/৩৫ মধ্যে এবং রাত্রি ৭/৫ মধ্যে ও ১২/২ গতে ২/৯ মধ্যে, বারবেলা ৬/৩৬/১৫ গতে ৮/১৬/৫৯ মধ্যে, কালবেলা ১/১৯/১৩ গতে ২/৫৯/৫৮ মধ্যে, কালরাত্রি ৭/৪০/৪৩ গতে ২/৫৯/৫৯ মধ্যে। 
মোসলেম: ১৪ শওয়াল 
এই মুহূর্তে
আজকের রাশিফল  
মেষ: প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। বৃষ: কর্মসূত্রে সন্তানের দূরে যাবার সম্ভাবনা। মিথুন: কাজের ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে 
১৯৩৬- রুশ সাহিত্যিক ম্যাক্সিম গোর্কির মৃত্যু১৯৮৭- পরিচালক হীরেন বসুর মৃত্যু২০০৫- ...বিশদ

07:03:20 PM

বিশ্বকাপ: আফগানিস্তানকে ১৫০ রানে হারাল ইংল্যান্ড

10:48:34 PM

স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা, চালু কলকাতা পুলিসের হেল্প লাইন 
গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য ক্ষেত্রে নিরাপত্তা জনিত সমস্যার ...বিশদ

09:48:24 PM

বিশ্বকাপ: আফগানিস্তান ৮৬/২ (২০ ওভার) 

08:17:00 PM

দার্জিলিং পুরসভায় প্রশাসক নিয়োগ করল রাজ্য সরকার 

08:08:39 PM