উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো বিষয়গুলিকে কোর বলা হয়ে থাকে। এগুলির বাজার ওঠা নামা করে ঠিকই। কিন্তু কখনও ফুরিয়ে যায় না। আবার আইটির মতো বিষয় যেগুলিকে কোর ইঞ্জিনিয়ারিং ট্রেড বলা যায় না, সেগুলিতে মন্দা এলে কর্মসংস্থান ব্যাপকভাবে কমে যায়। সারা বিশ্বের মতো এদেশেও অটোমেশন বা স্বয়ংক্রিয়তার ব্যবহার বাড়ছে। তাই অন্যান্য ক্ষেত্রে লোকবলের চাহিদা কমছে। কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট (এআই) বা রোবোটিক্সের মতো বিষয়গুলিতে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের চাহিদা বাড়ছে। এক্ষেত্রে কাজের সুযোগ এবং বেতনের হার দুই-ই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা। এ রাজ্যেই বেশ কিছু নামী ইঞ্জিনিয়ারিং কলেজ তথা বিশ্ববিদ্যালয়ে বিষয়গুলি পড়ানো হয়। আগে থেকে খোঁজখবর নিয়ে রাখলে ভালো। এখন বেশ কিছু ভালো এডুকেশন ফেয়ার হচ্ছে রাজ্যে। সেখানেও ছাত্রছাত্রীরা গিয়ে প্রতিষ্ঠান এবং কোর্সওয়্যার সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে আসতে পারেন।