উচ্চতর বিদ্যায় সাফল্য আসবে। প্রেম-ভালোবাসায় আগ্রহ বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে সাক্ষাতে আনন্দলাভ হবে। সম্ভাব্য ক্ষেত্রে ... বিশদ
আইইআই-এর প্রেসিডেন্ট টি এম গুণারাজা জানান, এখন তাঁরা মূলত দেশের উত্তর-পূর্ব অংশে কোর্সটির প্রচার চালাচ্ছেন। তিনি আরও জানিয়েছেন, বর্তমানে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরনো ইঞ্জিনিয়ারদের চাকরি নিয়ে এক কঠিন সময় চলছে। তাই এই যৌথভাবে চালু হওয়া কোর্সে তাঁদের অনেকটাই সুবিধা হবে। এই কারণেই তাঁরা সিএমএ-এর সঙ্গে হাত মিলিয়েছেন। ভবিষ্যতে আরও কিছু এই ধরনের ক্যাপসুল কোর্সেরও ব্যবস্থা করা। কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মানসকুমার ঠাকুর জানান, তিনি আশাবাদী এই যৌথ প্রচেষ্টায় ভালো ফল হবে, এটি একাধারে দেশের সরকারের পক্ষেও মঙ্গল। এই কোর্সটিকে পাঁচটি মডিউলে ভাগ করা হয়েছে। ছয়মাসের এই কোর্সটির পাঁচমাস অনলাইনে হবে এবং অফলাইনে সাত থেকে দশটি ডাউট ক্লিয়ারিং ক্লাস দেওয়া হবে নির্ধারিত অঞ্চলগুলির সেন্টারে। এছাড়াও রয়েছে প্রজেক্ট সাবমিশন, যা গ্রামীণ অঞ্চলে থাকা বা কর্মরতপেশাদার ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে সুফল দেবে বলে আশা করা যায়। এটির কোর্স ফি এককালীন ৫০ হাজার টাকা। গুণারাজার মতে, এই কোর্সে প্রায় ২ থেকে ৪ হাজার ইঞ্জিনিয়ার ভর্তি হতে পারবে। কোর্সগুলির মধ্যে উল্লেখযোগ্য হল— এগজিকিউটিভ ডিপ্লোমা ইন বিজনেস ভ্যালুয়েশন, এগজিকিউটিভ ডিপ্লোমা ইন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, সার্টিফিকেট কোর্স ইন আরবিট্রেশন, সার্টিফিকেট কোর্স ইন গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স (জিএসটি)। কোর্সটির পাঁচটি মডিউল হল কস্টিং প্রিন্সিপলস অ্যান্ড প্র্যাকটিসেস অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, ইনডিরেক্ট ট্যাক্সেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট, কন্ট্র্যাক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ল অ্যান্ড কোম্পানি ল, ট্রেজারি অ্যান্ড ফিনানশিয়াল সার্ভিস অ্যান্ড ইনশিওরেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট এবং অ্যাডভান্সড কস্ট অ্যান্ড ফিনানশিয়াল ম্যানেজমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট রিপোর্টিং।
কৌশানী মিত্র
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়