পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
দ্বিতীয়ার্ধে সঙ্গীত পরিবেশনায় ছিলেন ভাস্বতী দত্ত, দেবশ্রী বিশ্বাস এবং সুমন পান্থী। ভাস্বতী দত্তের কণ্ঠে ‘হৃদয় নন্দন বনে’, ‘হৃদয় শশী হৃদিগগনে’, ‘দাঁড়াও মন অনন্ত ব্রহ্মাণ্ড’,‘আজ বাংলাদেশের হৃদয় সীমার মাঝে অসীম’, ‘তবু মনে রেখো’— প্রেক্ষাগৃহের পরিবেশে এক সুন্দর পরিবর্তন আনে। এরপর দেবশ্রী বিশ্বাসের গান ‘পোহালো পোহালো বিভাবরী ’, ‘আকাশ হতে খসল তারা’, ‘শিউলি ফুল শিউলি ফুল’, ‘আরও কিছুক্ষণ না হয় বসিয়ো কাছে’, ‘তোমারেই করিয়াছি জীবনের ধ্রুবতারা’, ‘আজ যেমন করে গাইছে আকাশ’ সঙ্গীতের সৌন্দর্য্যের মাত্রা আরও খানিক বাড়িয়ে তোলে। সবশেষে সুমন পান্থীর গলায় ‘আয় ভুবনমনমোহিনী’, ‘আলোর অমল কমল খনি’, ‘ওগো শেফালী বনের মনের কামনা’,‘অমল ধবল পালে লেগেছে’, ‘সেই তো তোমার পথের বধূঁ’, ‘নাই বা এলে যদি সময় নাই’ অনুষ্ঠানটিতে পরিপূর্ণতা আনে। এদিন অনন্য মিউজিক থেকে ভাস্বতী দত্তের গাওয়া গান এবং বাগেশ্রী মিউজিক অ্যাকাডেমির শিল্পীদের গাওয়া গানের সিডির প্রকাশ করেন বিশিষ্ট আইনজীবী প্রসূন দত্ত। যন্ত্রাণুষঙ্গে ছিলেন সুব্রত মুখোপাধ্যায়, স্বপন অধিকারী, তপন অধিকারী, এবং দেবায়ন মজুমদার। সংযোজনায় সুদীপ্তা।