পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
নব্য প্রজন্মের কাছ থেকে বাংলা ভাষা এবং সংস্কৃতি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে প্রথা ভাঙা আবৃত্তির এই পরিবেশন, নতুন প্রজন্মের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কবিতার মুক্তক্ষেত্রতে বিচরণ করার জন্য এ যেন এক ভুবনডাঙার আকাশ। তার হাত ধরেই বাঙালি ফিরে আসছে সাহিত্যের কাছে, হারিয়ে যাওয়া সংস্কৃতির কাছে।
‘আবৃত্তির ব্যান্ড কার্নিভাল’ শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে আজ, শুক্রবার সন্ধে ৬টায় আইসিসিআরে কলকাতা এবং জেলার মোট ১১টি ব্যান্ডকে সম্মাননা জানানো হবে। এই স্বীকৃতি জ্ঞাপন করবেন সৌমিত্র রায়, সুরজিত্ চট্টোপাধ্যায়, সিধু, উপল সেনগুপ্ত এবং দেব চৌধুরী। সঙ্গে থাকছে বাংলা ভাষায় প্রথম আবৃত্তির ব্যান্ড ‘বৃষ্টি’ এবং ‘কবিতা Connection’-এর অনুষ্ঠান।