পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
এছাড়াও অনুষ্ঠানে ছিল চারটি শ্রুতিনাটক। সুস্মেলী দত্তর লেখা ‘সতীকথা’ নাটকে অভিনয় ও নির্দেশনায় ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায়। এছাড়াও ছিলেন রঞ্জনা ভঞ্জ ও কল্যাণী বিশ্বাস। ‘আত্মজা’ নাটকটির রচনা, পরিচালনা ও অভিনয়ে অনির্বাণ মুখোপাধ্যায়। সঙ্গে ছিলেন রিয়া দেব, রিমা অধিকারী, কমলিকা দত্ত, শর্মিষ্ঠা চট্টোপাধ্যায় ও ঝুম্পা ঘোষ দস্তিদার। রঞ্জনা ভঞ্জর নাটক ‘চরিত্র শোধন’ এর নির্দেশনা-অভিনয়ে ছিলেন অনিন্দ্য গুপ্ত। অন্যান্য ভূমিকায় ছিলেন রাজা রায়চৌধুরী, নীলাঞ্জনা রায়চৌধুরী ও স্বাতী মুখোপাধ্যায়। ‘মনে পড়ে’ নাটকটিতে অভিনয় করেছেন সুস্মেলী দত্ত ও তিলক ভট্টাচার্য। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী সাহানা বক্সী। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন নন্দিনী লাহা ও আবহতে সন্দীপ দে। ব্যবস্থাপনায় শান্তনু চক্রবর্তী ও অন্যান্যরা।
—নিজস্ব প্রতিনিধি