পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
দ্বিতীয় নিবেদনও ছিল একটি যুগলবন্দি। মোহনবীণায় পণ্ডিত বিশ্বমোহন ভাট ইমন রাগে তিনতালের আলাপ শুনিয়েছেন। তার সঙ্গে একই রকমভাবে প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তবলার সওয়াল জবাবে মুগ্ধ হয়েছেন শ্রোতারা। যুগলবন্দির তাল লয়ের এই আদানপ্রদান দারুণ উপভোগ করেছেন শ্রোতারা।
অনুষ্ঠানের শেষ পর্বটি ছিল ‘ট্রিবিউট টু জওয়ান’। তিন শিল্পী একত্রিত হয়ে নিবেদন করেন বন্দেমাতরম। দেশমাতৃকাকে যাঁরা জীবন দিয়ে রক্ষা করেন সেই সব বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানানো হয় এই সঙ্গীতের মধ্যে দিয়ে। প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের তবলা, তরুণ ভট্টাচার্যের সন্তুর ও বিশ্বমোহন ভাটের মোহনবীণায় প্রাণবন্ত হয়ে ওঠে বন্দেমাতরমের সুর।