Bartaman Patrika
সিনেমা
 

সমাজটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে 

সেই ১৯৬৪ সালে জুটি বেঁধেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়। সত্যজিতের ‘চারুলতা’য়। অমল-চারুলতার সেই জুটি অমলিন প্রায় পঞ্চান্ন বছর বছর পরে আজও। অনীক দত্তর নতুন ছবি ‘বরুণবাবুর বন্ধু’তেও সৌমিত্র-মাধবীর সেই নস্টালজিক ম্যাজিক রিয়ালিজিম। দক্ষিণ কলকাতার একটি স্টুডিওর প্রেক্ষাগৃহে তখন পাশপাশি দু’জনে। একজন আশি পেরিয়েও তরুণ। অন্যজন সামান্য খুঁড়িয়ে হাঁটলেও নায়িকার ঐশ্বর্যে সমান দীপ্তিময়ী। আলাদা আলাপচারিতায় ওঁরা দু’জন বললেন সাম্প্রতিক সময়ের সংলাপ। সৌমিত্র চট্টোপাধ্যায় পৌঁছে গেলেন সোনামাখা অতীতে। শুনলেন আমাদের প্রতিনিধি প্রিয়ব্রত দত্ত।

 অমল-চারুলতা তথা সৌমিত্র-মাধবী জুটি নিয়ে বাঙালির আগ্রহে আজও ভাটা পড়েনি। এতবছর পরেও শ্যুটিং করার সময় সেই পুরনো জুটি বা বন্ধুত্বের সান্নিধ্য কতটা উপভোগ করেন?
 আমার খুব একটা বিশেষ অনুভূতি হয় না যে, আমরা একসময় বড় বড় নায়ক-নায়িকা ছিলাম, আজ আবার ফিরে এসেছি। যা ছিল, ছিল। বর্তমান যা, সেটাকে নিয়েই চলাই ভালো। সেইদিক দিয়ে আমি খুব সৌভাগ্যবান যে, এখনও কাজ করতে পারছি। আমার বয়সি বা বন্ধু স্থানীয় অভিনেতা-অভিনেত্রী, তাঁদের অনেকেই আর নেই। এক এক করে চলে যাচ্ছেন। এটা একদিক থেকে একটা মনোবেদনার কারণ বইকি। সেখানে পুরনো বন্ধুদের সঙ্গে কাজ করার সুযোগ পেলে, ওই খানিকটা গল্প-গুজব, গোমড়া মুখে সেটে বসে না থেকে খানিকটা আনন্দের সঙ্গে কাজ করা যায়। এই আর কি!
 রমাপদ চৌধুরীর ‘ছাদ’ গল্পটি অবলম্বনে তৈরি ‘বরুণবাবুর বন্ধু’তে অভিনয় করতে করতে ছবির গল্পে, কাঠামোয়, নির্মাণে কোনও নতুনত্ব পেলেন?
 এই কাহিনীটাকে আশ্রয় করে একটা শর্ট ফিল্ম অনেকদিন আগেই হয়েছিল। অনীক দত্তর ছবিটা পূর্ণদৈর্ঘ্যের ছবি। বরুণবাবুর বাড়িতে, মানে যে চরিত্রটাতে আমি অভিনয় করেছি, তাঁর একজন পুরনো বন্ধু আসবেন। এইটুকু ছাড়া পুরো কাহিনীচিত্রটা নতুন করে তৈরি হয়েছে। ছবির চিত্রনাট্য শুনেই আমার অত্যন্ত ফ্যাসিনেটিং লেগেছিল। একদিক থেকে দেখলে, ছয় কিংবা সাতের দশকের বাংলা ছবিতে যেমনভাবে পারিবারিক গল্প ঘোরাফেরা করত, এটা সেরকম ধরনেরই একটা ছবি। একটা বড় পরিবার, তার অনেক শাখা-প্রশাখা, ডাল-পালা রয়েছে। চিত্রনাট্য পড়ার সময়, শ্যুটিংয়ে বা পরবর্তী সময়ে যখন গোটা ছবিটা দেখলাম তাতে আমার মনেও হয়েছে, এই পারিবারিক গল্পটা আবার পুরনোকালে ফিরে যেতে পারত, তা না হয়ে এর দৃষ্টিভঙ্গিটা অত্যন্ত আধুনিক ও সমকালীন বিষয়বস্তু তৈরি করতে পরেছে।
 ছবিটায় অভিনয় করতে করতে আপনার কোনও স্কুলের বন্ধুর কথা মনে পড়েছে, যাঁর সঙ্গে আপনার দীর্ঘদিন দেখা হয়নি?
 আমার স্কুল জীবন তো এক জায়গায় নয়। পাঁচ-সাত জায়গায় আমি স্কুলে পড়েছি। আমার বাবার বদলির চাকরি ছিল। সেই সব জায়গায় বন্ধুবান্ধব অনেকেই ছিল, ঠিক স্কুলের বন্ধু বলতে যা বোঝায়, তা কিন্তু আমার কোনও কালেই ছিল না। আমি তো স্কুল পলাতক বালক।
 এই ছবির আবহে সত্যজিৎ রায়ের ঘরানার ছোঁয়া লক্ষ করা যাচ্ছে, এ বিষয়ে আপনার কী মত?
 ওই যে বললাম, পাঁচ, ছয় কিংবা সাতের দশকের গোড়ার দিকের পারিবারিক সামাজিক কাহিনীর কাঠামো নিয়ে বাংলা ছবির যে ধারা বা ঐতিহ্য ছিল, সেটা এই ছবির মধ্যে অনুভূত হয়। সত্যজিৎ রায়ের বেশিরভাগ ছবি সেই রকমই। সেই দিক থেকে হয়তো কোথাও একটা মিল আছে। তাছাড়া, এই ছবিটার আধুনিক দৃষ্টিভঙ্গিটাও হয়তো মনে করিয়ে দেয় সত্যজিৎ রায়কে।
 এখন বাড়ির বয়োজ্যেষ্ঠদের সঙ্গে সেই বাড়ির তরুণ প্রজন্মর একটা দূরত্ব তৈরি হয়েছে, এই পরিবর্তনটা আপনি কীভাবে দেখেন?
 পরিবর্তন আজকেই হঠাৎ হয়েছে তা তো নয়। সাকসেসিভ জেনারেশন আস্তে আস্তে পাল্টাতে থাকে। দশ-পনেরো বছর অন্তর যুবা প্রজন্মের দৃষ্টিকোণ পাল্টায়। যেমন ধরুন ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর কোনও র‌্যাডিক্যাল পরিবর্তন কি হয়ে যায়নি মানুষের মনে? আজ সমস্ত ভালো ছেলেমেয়েরা বিদেশে চলে যাচ্ছে কাজ করতে। পাশাপাশি আর একটা প্রজন্ম তাঁরা অবসর নিচ্ছে, বুড়ো হচ্ছে। ফলে সমাজটা আস্তে আস্তে একটা বৃদ্ধাশ্রমে পরিণত হচ্ছে। সুখের কথা, এত পরিবর্তনের মধ্যে একটা আশারও ইঙ্গিত থাকে।
 ছবিতে বরুণবাবুর এক গণ্যমান্য বন্ধুর আসা নিয়ে সকলে ব্যাতিব্যস্ত। আপনি বিশ্ববরেণ্য অভিনেতা, যদি এই রকমভাবে কোনও পুরনো বন্ধুর বাড়িতে যেতে চান, তখন কী হবে অনুমান করতে পারেন?
 (হেসে) হ্যাঁ, অনেক সময় আমি আমার বন্ধুর বাড়িতে যাই। একটা অসুবিধার ব্যাপার হচ্ছে যে, অন্যান্য কারণেও তো দূরত্ব তৈরি হয়। শুধু অবস্থানিক নয়। কাজের পরিধি আলাদা হয়ে যায়, প্রত্যেকের কাজের সময় পাল্টে যায়। আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুও আমাকে আগে জিজ্ঞাসা করে নেয়, আমি বাড়ি থাকব কি না। আমি সেলিব্রিটি বলে আমার বন্ধুটি ইতস্তত করছে তা কিন্তু নয়, এটা হচ্ছে সামাজিক অবস্থার দুর্বিপাক। এ নিয়ে তো কিছু করার নেই।

মানুষের জীবনে বোধ হয় একটু অভাব দরকার : মাধবী

 সৌমিত্র-মাধবী জুটির উন্মাদনা আজও সমান। এর রহস্য কী?
 রহস্য দর্শকদের মনে। আমাদের কিছু নেই। দর্শক আমাদের পছন্দ করেন, তাই তো আমাদের অস্তিত্ব।
 ট্রেলারে দেখা যাচ্ছে বরুণবাবু ও তাঁর স্ত্রীয়ের মধ্যে কত স্বাভাবিক সংলাপ বিনিময়। যেন অভিনয়ই নয়। এটাই কি সৌমিত্র-মাধবী জুটির আসল ইউএসপি?
 আমি তো অভিনয় করতে পারি না। অভিনয় করিওনি কোনওদিন। আমি যেটুকু পারি তা হল একটা চরিত্রকে অনুভব করা। আর কিছু পারি না।
 আপনি খুব বেছে ছবি নির্বাচন করেন। এই ছবিটার কোন কোন দিক আপনার পছন্দের?
 প্রথমত, পরিচালক অনীকবাবুকেই আমার খুব পছন্দ হয়েছিল। দ্বিতীয়ত, চিত্রনাট্য। অনীকবাবু অনেক ডিটেলে ভেবেছেন। বুঝিয়েছেন। এটাও আমার খুব ভালো লেগেছে। এখন এই ডিটেলে ভাবাটা কমে গিয়েছে। আমরা একদা এগুলোতে অভ্যস্ত ছিলাম।
 বাংলা ছবির স্বর্ণযুগের কোনও ঝলক কি আপনি আজকের পরিচালকের ছবিতে দেখতে পান?
 তখন খুব অভাব ছিল। মানুষের জীবনে একটু অভাব দরকার। না হলে বোধহয় হয় না। ঐশ্বর্যের মধ্যে হয় না। এখন বড় ঐশ্বর্য।
 নতুন প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করলেন, কেমন মনে হল?
 এখনকার প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীরা কেউই কিন্তু কম বুদ্ধিমান বা বুদ্ধিমতী নন। তাঁদের সঠিকভাবে চালনা করলে, তাঁরা ঠিকই ফল দেবেন।
 আপনাদের সময়ের থেকে আজকের প্রজন্মের অভিনয়ে কতটা পার্থক্য চোখে পড়ে?
 আপনাদের যেমন পড়ে, আমারও পড়ে। ধরুন, আমি যদি ছবিটা করি, আমি যদি অর্ধশিক্ষিতা হই, তাহলে যে ছবিগুলো হয়, সেটাই হচ্ছে। শিক্ষার দরকার। ভাবতে হবে। ভিতরে ঢুকতে হবে।
 এখনকার প্রজন্মের অভিনেতা-অভিনেত্রীদের আপনার কী পরামর্শ?
 পরামর্শ দিয়ে কোনও লাভ নেই। ওই জন্য দিই না।
 
ছবি: ভাস্কর মুখোপাধ্যায়  
13th  December, 2019
ছোট ছবির পক্ষে সওয়াল অনিলের 

কৌশানী মিত্র: সম্প্রতি শহরের একটি বিলাসবহুল হোটেল-প্রাঙ্গনে হয়ে গেল লার্জ শর্ট ফিল্মের অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন চিরসবুজ অভিনেতা অনিল কাপুর, পরিচালক এবং লেখক রাকেশ ওমপ্রকাশ মেহেরা, অভিনেতা বিনয় পাঠক, শীতল মেনন, পরিচালক বিজয় নাম্বিয়ার, গীতিকার নিরঞ্জন আইঙ্গার। এঁরা প্রত্যেকেই চলচ্চিত্র জগতের প্রসিদ্ধ নাম।  
বিশদ

13th  December, 2019
পানিপথকে ইতিহাস
বিকৃত বলতে পারবেন না

‘মহেঞ্জোদাড়ো’র পর আবার ছবি নিয়ে ফিরতে চলেছেন পরিচালক আশুতোষ গোয়াড়িকর। তাঁর পরিচালনায় আজ মুক্তি পাচ্ছে ‘পানিপথ’। ছবি মুক্তির আগে মুম্বইতে তাঁর সামনে প্রশ্ন রেখেছিলেন আমাদের প্রতিনিধি শামা ভগত। বিশদ

06th  December, 2019
 মাতৃরূপেণ

 অভিজিত্ রায়ের তৃতীয় স্বল্প দৈর্ঘের ছবি ‘মাতৃরূপেণ’। আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রেই সন্তানের সুস্থ অস্তিত্ব যাপনের ক্ষেত্রে শুধুমাত্র পিতৃ পরিচয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। অথচ পিতার অনুপস্থিতিতে মা তার সবটুকু দিয়ে সন্তানকে রক্ষা করে। বিশদ

06th  December, 2019
সুন্দরবনের মানুষের পাশে স্টাফ 

কলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। সুন্দর নাম হলেও, যাঁরা এই জঙ্গলের আশপাশে থাকেন তাঁদের জীবন কিন্তু মোটেই আনন্দদায়ক নয়। সুন্দরবনের বিভিন্ন দ্বীপে বসবাসকারী মানুষেরা জীবিকা সন্ধানে বেরিয়ে পড়েন ঘন জঙ্গলের উদ্দেশে।  বিশদ

29th  November, 2019
এখনও বেশিরভাগ বাজে ছবিই তৈরি হয় 

‘অনুরণন’, ‘ইতি মৃণালিনী’র পর আরও একবার বাংলায় কাজ করতে এলেন রজত কাপুর। এবার অবশ্য ছবি নয়। হইচইয়ের নতুন ওয়েবসিরিজ ‘শব্দজব্দ’তে মুখ্য ভূমিকায় রয়েছেন তিনি। শ্যুটিং শেষে এসভিএফের অফিসে সাক্ষাৎকার পর্বের শুরুতেই জানা গেল মানুষটি নাকি যেমন মুডি তেমনই স্বল্পভাষী। তবে বর্তমান বিনোদনের সঙ্গে তিনি মন খুলেই কথা বললেন। 
বিশদ

29th  November, 2019
ত্রিকোণ প্রেম নাকি প্রতিহিংসার মায়াজাল? 

শহরের নামকরা ব্যবসায়ী রাজদীপ দত্ত তার স্ত্রীকে হারিয়েছেন। তারপরেই নাটকীয়ভাবে সে তানিয়া নামক একটি টেলিভিশনের সঞ্চালিকার সঙ্গে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়ে। তানিয়া টেলিভিশনে স্বাস্থ্য সচেতনা সংক্রান্ত অনুষ্ঠান সঞ্চালনা করে।  বিশদ

29th  November, 2019
স্বল্পদৈর্ঘ্যের থ্রিলার 

একটি পাহাড়ি গ্রামে বসবাস করে এক অল্প বয়সি দম্পতি। খুব সাধারণ তাদের জীবনচর্যা। হঠাৎই সব ওলটপালট হয়ে যায়। ওই দম্পতির হাতে খুন হয় তাদেরই এক বন্ধু। কেন এই খুন? শুধু এই প্রশ্ন নয় জড়িয়ে যায় আরও কিছু প্রশ্ন। ‘হঠাৎ’ খুনের ঘটনার পর প্ল্যানমাফিক সব তথ্য-প্রমাণ লোপাট হয়ে যায়।  
বিশদ

22nd  November, 2019
দেবাশিসের পুষ্পবীণা 

সনাতন সুরকে আগামী পৃথিবীর কাছে গ্রহণযোগ্য করে তোলার লক্ষ্যেই ‘পুষ্পবীণা’র উদ্ভাবন করলেন পণ্ডিত দেবাশিস ভট্টাচার্য। চতুরঙ্গী, আনন্দী ও গান্ধর্বী যন্ত্রগুলির থেকে একেবারে ভিন্ন দেবাশিস সৃষ্ট নতুন এই তারযন্ত্রটি। পুষ্পবীণা এই নামটির মধ্যেই লুকিয়ে আছে এটির আকারগত বৈশিষ্ট্য। 
বিশদ

22nd  November, 2019
হরি ঘোষের গোয়ালে
কে ওই রহস্যময়ী? 

প্রিয়ব্রত দত্ত: ঘটনাচক্রে হরিমোহন ঘোষের পূর্ব পুরুষরাও ছিলেন গোয়ালা। সময়ের স্রোতে গরু আর গোয়াল দুই-ই ভেসে গিয়েছে। সেইসঙ্গে পৈত্রিক বাড়ির পুরনো পলেস্তারার মতো খসে পড়েছে হরিমোহনের ‘মোহন’টাও। 
বিশদ

22nd  November, 2019
দু-তিন বছরের মধ্যে আমাকে
নিয়ে পাগলামো কমে যাবে

 অপর্ণা সেন পরিচালিত ‘ঘরে বাইরে আজ’ ছবিতে অনির্বাণ ভট্টাচার্য নিখিলেশের চরিত্রে অভিনয় করছেন। লোকে বলেন, চিন্তাশীল বাঙালির হৃদয় জুড়ে এখন তাঁর রাজত্ব চলছে। তবে তিনি মনে করেন, এসব দু’তিন বছরের বেশি টিকবে না। রাজনীতি, সমাজনীতি, থিয়েটার এবং তরুণ প্রজন্মের চিন্তাধারা থেকে শুরু করে বিয়ের পরিকল্পনা সবকিছু নিয়ে সোহম করের সামনে অকপট বাঙালির নতুন হার্টথ্রব অনির্বাণ।
বিশদ

15th  November, 2019
নেহালের ছবিতে জামাই হিরণ

বিশাখাপত্তনমে জ্যোতিরানি দেবীর একটি কোম্পানি রয়েছে। পুরো অফিসটি মহিলাদের দ্বারা পরিচালিত। সেখানেই কাজ করে দিয়া। জ্যোতিরানির মেয়ে প্রেমাবতীর ইচ্ছে, সে কোম্পানির আঞ্চলিক অধিকর্তা হিসেবে ইংল্যান্ড নিবাসী আদিত্য রায়কে নিযুক্ত করবে। আদি এই কোম্পানিতে আসার পরে দিয়ার প্রেমে পড়ে যায়। বিশদ

15th  November, 2019
বিশ্বনাথন আনন্দের সঙ্গে লড়াই করা রোহন এবার পরিচালনায় 

দাবার বোর্ড থেকে সরাসরি সিনেমার ফ্লোরে। তাও আবার মাত্র উনিশ বছর বয়সে। টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রির ইতিহাসে এত কম বয়সে একটি পূর্ণ দৈর্ঘ্যের ছবি তৈরি করার নজির নেই। মিডিয়া সায়েন্সের ছাত্র রোহন সেন সাদাকালো ছক আঁকা চৌখুপিতে রাজা, মন্ত্রী, ঘোড়া, বোড়ে নিয়ে রীতিমত পাঙ্গা লড়েছেন বিশ্ব চ্যাম্পিয়ান দাবাড়ু বিশ্বনাথ আনন্দের সঙ্গে। তখন রোহন স্কুল ছাত্র। 
বিশদ

08th  November, 2019
মহানায়ক উত্তমকুমারও
যখন মানুষ

প্রিয়ব্রত দত্ত: তিনি উত্তমকুমারকে খুব কাছ থেকে দেখেছিলেন। ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত। সেই আট বছরে মহানায়কের প্রিয়পাত্রও হয়ে উঠেছিলেন প্রবীর রায়। এক অন্তরঙ্গ ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল দু’জনের মধ্যে। বয়সের পার্থক্য থাকলেও কাছাকাছি থাকার সুবাদে প্রবীরবাবুর উত্তম-অভিজ্ঞতা তাই আর পাঁচ জনের থেকে আলাদা। 
বিশদ

08th  November, 2019
পুনর্জন্ম ও অলৌকিক ঘটনা
সমৃদ্ধ রাজনন্দিনী

 মানসী নাথ: কিষানগঞ্জের নীল হাভেলি সম্বন্ধে লোকমুখে নানা অলৌকিক ঘটনা শোনা যায়। এই বাড়িতে নাকি আজও প্রেতাত্মার বসবাস। সেই ভুতুড়ে বাড়িতেই কলেজ এক্সকারশনে যাওয়ার সিদ্ধান্ত নেয় একদল কলেজ পড়ুয়া। 
বিশদ

01st  November, 2019
একনজরে
 কল্যাণী থেকে নিজস্ব প্রতিনিধি: ট্রাউকে হারিয়ে ২২ ডিসেম্বর ডার্বি নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিলেন ইস্ট বেঙ্গল কোচ আলেজান্দ্রো। শনিবার কল্যাণী স্টেডিয়ামে ম্যাচের পর স্প্যানিশ কোচ বলেন, ‘এরপর আমরা সল্টলেক স্টেডিয়ামে খেলব। এই মাঠ আমার খুবই পছন্দের। ...

 নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নোটবন্দির ফাঁদে রাজ্যের বহু আদালত। নির্দিষ্ট সময়সীমার মধ্যে আদালতে জমা থাকা পুরনো ৫০০ বা ১০০০ টাকার নোট ব্যাঙ্কে জমা না করায় এমনই জটিল পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্যার সমাধানে কলকাতা হাইকোর্ট প্রশাসন এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার ...

 শিলং, ১৪ ডিসেম্বর: সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে উত্তাল উত্তর-পূর্ব ভারত। আন্দোলন চলছে পশ্চিমবঙ্গ সহ বেশ কয়েকটি রাজ্যেও। এরমধ্যে নতুন বিতর্ক তৈরি করলেন মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। শুক্রবার ট্যুইটারে তাঁর বার্তা, আপনি যদি বিভেদকামী গণতন্ত্র না চান, তাহলে আপনার উত্তর কোরিয়া ...

সংবাদদাতা, কাঁথি: জমির রেকর্ড নিজের নামে না থাকায় চাষিদের অনেকেই বুলবুলের ক্ষতিপূরণ থেকে বঞ্চিত হচ্ছেন। এনিয়ে কৃষক মহলে তীব্র ক্ষোভ ছড়িয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে রাজ্যের কৃষিমন্ত্রীর কাছে চিঠি দিল পূর্ব মেদিনীপুর জেলা কৃষক সংগ্রাম পরিষদ।   ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ


ইতিহাসে আজকের দিন

আন্তর্জাতিক চা দিবস
১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফের পেটেন্ট নিলেন,
১৯০৮- রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী রঙ্গনাথানন্দের জন্ম,
১৯৫০- সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু,
১৯৭৬- ফুটবলার বাইচুং ভুটিয়ার জন্ম



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৬৯.৮০ টাকা ৭১.৪৯ টাকা
পাউন্ড ৯৩.৪৩ টাকা ৯৬.৮০ টাকা
ইউরো ৭৭.৪৪ টাকা ৮০.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
14th  December, 2019
পাকা সোনা (১০ গ্রাম) ৩৮, ৪৫৫ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৩৬, ৪৮৫ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৩৭, ০৩০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৪৪, ০০০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৪৪, ১০০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]

দিন পঞ্জিকা

২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, তৃতীয়া ২/৪৫ দিবা ৭/১৮ পরে চতুর্থী ৫৮/২৫ শেষরাত্রি ৫/৩৫। পুষ্যা ৫৪/৩০ রাত্রি ৪/১। সূ উ ৬/১২/৩৫, অ ৪/৫০/১৭, অমৃতযোগ দিবা ৬/৫৪ গতে ৯/১ মধ্যে পুনঃ ১১/৫২ গতে ২/৪২ মধ্যে। রাত্রি ৭/৩০ গতে ৯/১৭ মধ্যে পুনঃ ১১/৫৮ গতে ১/৪৪ মধ্যে পুনঃ ২/৩৮ গতে উদয়াবধি, বারবেলা ১০/১২ গতে ১২/৫১ মধ্যে, কালরাত্রি ১/১১ গতে ২/৫১ মধ্যে। 
২৮ অগ্রহায়ণ ১৪২৬, ১৫ ডিসেম্বর ২০১৯, রবিবার, তৃতীয়া ৫/৩৫/৫৭ দিবা ৮/২৮/৫০। পুনর্বসু ১/১৯/৩২ প্রাতঃ ৬/৪৬/১৬ পরে পুষ্যা ৫৮/৫৩/৩৭ শেষরাত্রি ৫/৪৭/৫৪, সূ উ ৬/১৪/২৭, অ ৪/৫০/২৪, অমৃতযোগ দিবা ৭/৪ গতে ৯/১১ মধ্যে ও ১২/১ গতে ২/৫১ মধ্যে এবং রাত্রি ৭/৩৯ গতে ৯/২৬ মধ্যে ও ১২/৭ গতে ১/৫৪ মধ্যে ও ২/৪৭ গতে ৬/১৫ মধ্যে, কালবেলা ১১/৩২/২৬ গতে ১২/৫১/৫৫ মধ্যে, কালরাত্রি ১/১১/৫৬ গতে ২/৫৩/২৬ মধ্যে। 
মোসলেম: ১৭ রবিয়স সানি 

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের রাশিফল
মেষ: পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা মিলবে। বৃষ: ব্যবসা শুরু করলে ভালো হবে। ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
 আন্তর্জাতিক চা দিবস১৮৭৭- টমাস এডিসন ফোনোগ্রাফের পেটেন্ট নিলেন,১৯০৮- রামকৃষ্ণ মঠ ...বিশদ

07:03:20 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতল 

09:55:39 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ২৩২/২ (৪০ ওভার) 

09:12:17 PM

প্রথম একদিনের ম্যাচ: ওয়েস্ট ইন্ডিজ ১৬১/১ (৩০ ওভার) 

08:23:30 PM

মাথাভাঙায় জলাশয় থেকে পচাগলা দেহ উদ্ধার 

08:10:00 PM