পিতার স্বাস্থ্যহানী হতে পারে। আর্থিক ক্ষেত্রে প্রয়োজনীয় অর্থের অভাব হবে না। পঠন-পাঠনে পরিশ্রমী হলে সফলতা ... বিশদ
সম্প্রতি বাসন্তীর শিবগঞ্জ এলাকায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সুন্দরবনের বিস্তীর্ণ এলাকায় বসবাসকারী মানুষদের নতুন বস্ত্র, মশারি, শিক্ষা সরঞ্জাম ও রেশন সামগ্রী দিয়ে সাহায্য করা হল। এই সংগঠনের আহ্বায়ক অমল নায়েক জানালেন, এইসব পরিবারগুলিকে জীবিকা নির্বাহের জন্য প্রাণী সম্পদের প্রশিক্ষণ দেওয়া হয়। এই পর্যন্ত সংগঠনের তরফে প্রায় ১০০ পরিবারকে ছাগল দেওয়া হয়েছে। এছাড়াও মুরগি, ফলের চারাগাছ দেওয়া হয়েছে। এই বিষয়ে চিকিৎসক পূর্ণেন্দু রায় ও অভিনেতা দীপাঞ্জন ভট্টাচার্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে ব্যাঘ্রপ্রবণ এলাকার প্রায় চারশোজন বিধবাকে সাহায্য করা হয়েছে।