বিতর্ক বিবাদ এড়িয়ে চলা প্রয়োজন। প্রেম পরিণয়ে মানসিক স্থিরতা নষ্ট। নানা উপায়ে অর্থ উপার্জনের সুযোগ। ... বিশদ
চোখ রাখা যাক গল্পের দিকে। এই আন্দোলনের উৎস সন্ধানে নামে সাংবাদিক স্নাত মিত্র। অনুসন্ধান করতে গিয়েই স্নাতর সঙ্গে স্থানীয় দেবদত্ত বর্মণের আলাপ। দেবদত্ত পরিচিত গায়ক, কিন্তু আড়ালে এই আন্দোলনের সঙ্গে যুক্ত। তৈরি হয় দু’জনের সম্পর্ক। এই নতুন তৈরি সম্পর্ক আন্দোলনে কী ভূমিকা পালন করে তা নিয়েই এগিয়েছে গল্প। বিভিন্ন চরিত্রে রয়েছেন সুব্রত দত্ত, রাজেশ শর্মা, সোনালি চৌধুরি, স্নিগ্ধা পাণ্ডে প্রমুখ।